Sunday, August 18, 2013

RJ Nowshin Nahrin new picture


Biporite

শিরোনামঃ বিপরীতে
কথাঃ সাফায়েত মনসুর রানা
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
নাটকঃ রিভিশন
সঙ্গীতায়োজনঃ জায়েদ জুবায়ের

 -----------------------------------------
সরে যাচ্ছি বহুদূরে, তুমি যাচ্ছ বিপরীতে
আবেগ বাড়ছে বহু গুণ, আবেগ হচ্ছে করুণ
শহর হারায় ঠিকানা, বিলীন হয় সীমানা
স্মৃতিরা উড়ছে অবিরল, ঠিকানা পাচ্ছে পরিণয় (২)
পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে
কাছাকাছি তবু যাচ্ছি বহুদূরে (২)
সরে যাচ্ছি বহুদূরে, তুমি যাচ্ছ বিপরীতে
গল্প হারায় প্রণয়, জীবন হারায় সময়
রং হয় বিলীন, কষ্ট বাড়ে সীমাহীন
বলা হবে কি সে গল্প?
ছাড়া পাবে কি সে কষ্ট?
ফিরে পাবো কি সেই সময়?
পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে
কাছাকাছি তবু যাচ্ছি বহুদূরে (২)
সরে যাচ্ছি বহুদূরে, তুমি যাচ্ছ বিপরীতে

Se Je Bose Ache (By Arnob From The Album Chaina Bhabish/ From Natok: Off Beat)

শিরোনামঃ সে যে বসে আছে
কন্ঠঃ অর্নব
কথাঃ সাহানা বাজপেয়ী
সুরঃ অর্নব
সঙ্গীতঃ অর্নব
নাটকঃ অফবিট
অ্যালবামঃ চাইনা ভাবিস


সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পার বুঝতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পার বুঝতে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন
সে যে বসে আছে … সে যে বসে আছে
সে যে বসে আছে … সে যে বসে আছে

Hothat Eshechile

শিরোনামঃ হঠাৎ এসেছিলে
কন্ঠঃ তাহসান
কথাঃ রিফাত
সুরঃ সাজিদ
টেলিফিল্মঃ মনসুবা জংশন
——————————
হঠাৎ এসেছিলে চোখের আলোতে
হারিয়ে ফেলেছি এক ঝলকে
তবুও তুমি ছিলে চোখের কোণে
আগলে রেখেছি বড় যতনে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
এটাই কি প্রণয়ের অনুভূতি
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান
তাই ভুলে গেছি যা পিছুটান
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন
তোমায় ঘিরে যে কত বেদনা
এসো না তুমি আঁধার ভুলে আলোতে
জড়িয়ে নিবো মায়ার চাদরে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।

Megher Pore

শিরোনামঃ মেঘের পরে
কন্ঠঃ তাহসান
সুরঃ সাজিদ
টেলিফিল্মঃ মন ফড়িং এর গল্প
—————————–
বুঝিনি এতটুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভীড়ে
তুমি প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়া-প্রেম
বুঝতে দাও নি কোন আমাকে
সাজিয়েছো যা হৃদয়ে
ছাঁয়া হয়ে ছিলে পাশে
বল কি করে যাবো তোমায় রেখে