Showing posts with label lyrics. Show all posts
Showing posts with label lyrics. Show all posts

Tuesday, August 27, 2013

Tumi Asbe Bole (তুমি আসবে বলে)

শিরোনামঃ তুমি আসবে বলে
কন্ঠঃ সোমলতা আচার্য্য চৌধুরী
সুরঃ নীল দত্ত
সঙ্গীত পরিচালকঃ নীল দত্ত
মুভিঃ রঞ্জনা আমি আর আসবো না


----------------------------------------

 
তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়
দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া ঢেকে যায়
কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদা
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন, আশা করে যায়
সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা আঁটে আমি আঁটি না
চোখে নিয়ে স্বপ্ন, বুকে নিয়ে অনেক অনেক কথা
আমার বয়স বাড়ে, আমি বাড়ি না
তুমি আসবে বলে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর বেকার কিছু মানুষ মরে যায়
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন, আশা করে যায়

Monday, August 26, 2013

Du Dikei Boshobash (দু দিকেই বসবাস)

শিরোনামঃ দু দিকেই বসবাস
কন্ঠঃ ন্যান্সি
সুরঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ প্রজাপতি
———————————
দুই দিকেই বসবাস দুই দিকেই টান
ফিরবো কোন পাড়ে এই মন টানে দুই ধারে
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান
এক পাড়ে আছে মন ওই পাড়ে অন্তর(২)
দু পাড়েই তোলে বুকে অচেনা এক ঝড়
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান
এক মনে দুই জন বেধে আছে ঘর(২)
পারেনা মন কাউকে করে দিতে পর
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান

Doob(ডুব) By Habib Wahid From The Movie Projapoti

শিরোনামঃ ডুব
কন্ঠঃ হাবিব ওয়াহিদ
সুরঃ হাবিব ওয়াহিদ
পরিচালনাঃ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
মুভিঃ প্রজাপতি
 ---------------------------------------------------
তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন-যাপন স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা
সারা নিশি ভিজবো দুজন ছাদে, ঝরা জলে
সারা নিশি ভিজবো দুজন ছাদে, ঝরা জলে
সবুজ সুখে করবো কুজন নীল আকাশের তলে
পাঁজর দিয়ে আগলে রবো তোমায় সারা জীবন
সূর্য ছোঁবে রাতের অধর, ঝরবে নরম আলো
নামবো তোমার চোখের ভেতর, বাসবো তোমায় ভালো
মনের সবুজ সুতো দিয়ে বুনবো অনেক স্বপন
তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন-যাপন স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা

Choto Shopno(ছোট স্বপ্ন)

শিরোনামঃ ছোট স্বপ্ন
কথাঃ শফিক তুহিন
কন্ঠঃ কুমার বিশ্বজিৎ/হাবিব ওয়াহিদ
সুরঃ হাবিব ওয়াহিদ
পরিচালনাঃ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
মুভিঃ প্রজাপতি


ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা
হৃদয় গভীরে অচেনা ভালোবাসা
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প (২)
রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন
এই মন তোমারি আশায় স্বপ্নে বিভোর সারাক্ষন (২)
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প
Girl you are so fine
And I say goodbye to night and day
You are my only, when I’m so lonely
You are my everything
অজানা ছিল দুটি পথ আজকে একি ঠিকানায়
উষ্ণ সুখের বরষায় মগ্ন রব দুজনায় (২)
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প

Projapoti (প্রজাপতি)

শিরোনামঃ প্রজাপতি
কন্ঠঃ কনা/হাবিব ওয়াহিদ
কথাঃ কবির বকুল
সুরঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ প্রজাপতি
———————————
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
এক মুঠো জোনাকি দাও ছড়িয়ে
আলোর চাদরে দিয়ে নাও জড়িয়ে
এক মুঠো জোনাকি দেবো ছড়িয়ে
আলোর চাদর দিয়ে নেবো জড়িয়ে
নিবির পিছুপিছু সাধের কিছু কিছু
হৃদয় দেয়া নেয়ার সম্মতি
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
হাত ধরে দুজনে চল হারাবো
না হয় নিষেধ ভুলে দু‘পা বাড়াবো(২)
করে পাশাপাশি
ভালবাসাবাসি
ভালবাসায় বল কি ক্ষতি
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি

Leave

Sunday, August 25, 2013

Valobasha Tomar Ghore(ভালোবাসা তোমার ঘরে) By Abida From The mOvie Phire Esho Behula

শিরোনামঃ ভালোবাসা তোমার ঘরে
শিল্পীঃ আবিদা
লিরিক্সঃ আবিদা
টিউনঃ আবিদা
মিউজিকঃ অর্নব/সাদ
মুভিঃ ফিরে এসো বেহুলা



--------------------------------------------------

ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
চোখের কোণে যত্ন করে জমিয়ে রাখা স্বপ্নগুলো নতুন করে বেঁচে উঠুক
দু’চোখ ভরে দেখবে তখন আকাশ তোমার বাড়ছে কেমন
সেই আকাশেই জন্ম নেয়ার, সূর্যটার আলো দেয়ার
ইচ্ছে তোমার বুকের জমিন তীব্রভাবে স্পর্শ করুক…
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক

Akashe Batase Chal Sathi(আকাশে বাতাসে চল সাথী) By Kavita Krishnamurthy & Sadhana Sargam From The Movie Moner Mahje Tumi

শিরোনামঃ আকাশে বাতাসে চল সাথী
কথাঃ প্রিয় চ্যাটার্জী
কন্ঠঃ কবিতা কৃষ্ণমূর্তি/ সাধনা সারগাম
সঙ্গীত পরিচালকঃ দেবেন্দ্রনাথ চ্যাটার্জী
মুভিঃ মনের মাঝে তুমি

আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে…
আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘরে, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পেছনে ফেলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
রিমঝিম বৃষ্টি শেষে সূর্য্য মামা উঠবে হেসে
সে আমার এ দু’চোখে স্বপ্ন ছড়াবে
দেখবো এমন ঘুমের ঘোরে
স্বপ্ন তবু দুচোখ জুড়ে
সে সুখে মনপাখি যে পাখা ঊড়াবে
সুরে সুরে গানে গানে
খুশিতে আজ মন যে দোলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
নীল নীল ঐ আকাশ পথে
দেখা হবে পরীর সাথে
জোছনা দেবে চাঁদ আসলে রাতে
আজকে এ মন যাক হারিয়ে
বন্ধু দিলাম হাত বাড়িয়ে
এভাবে আমরা দুজন থাকবো সাথী
ছন্দে আনন্দে গানে গানে
খুশিতে আজ প্রাণ যে দোলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে…
আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘরে, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পেছনে ফেলে রে

Pother Klanti Vule(পথের ক্লান্তি ভুলে) By Hemanta Mukhopadhyay

শিরোনামঃ পথের ক্লান্তি ভুলে
ছবিঃ মরিতীর্থ হিংলাজ
কাহিনীঃ শংকু মহারাজ
সুর ও শিল্পীঃ  হেমন্ত মুখোপাধ্যায়
কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
---------------------------------------------
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?
আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
আর আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়
হাসিমুখে সে বেদনা সবো।
কত দূর আর কত দূর বল মা?
চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়
ঐ আকাশে যদি মা কভু ওঠে ঝড়
সে আঘাত বুকে পেতে লবো।
কত দূর আর কত দূর বল মা?
যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো
কত দূর আর কত দূর বল মা?
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?

Tumi Ebar(তুমি এবার)

শিরোনামঃ তুমি এবার
কন্ঠঃ সোমলতা আচারিয়া চৌধুরী
কথাঃ সৃজিত মুখার্জি
সুরঃ নীল দত্ত
মুভিঃ মাছ, মিষ্টি ও মোর


সকালের আলো মেখে চার চাকা পায়ে,
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়,
খুঁজে সুর পাবে আবার
সেই হারানো চড়ুইয়ের ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।

সকালের আলো মেখে চার চাকা পায়ে,
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়,
খুঁজে সুর পাবে আবার
সেই শিশি বোতল-ওয়ালার ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
কবরের খবর তো নয়,
জ্যান্ত জীবনী
ট্রাফিকের শেষ খোলাপ শোনায়।
হেঁটে গেছো বহুবার,
কিন্তু দেখনি
কিভাবে রোজ সন্ধ্যে ঘনায়।
সেই হাত ছেড়ে সাইকেলের ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
সারাদিন ছুটে মরা,
মিনি-বাসটায়,
কাঁধে মুখ রেখো আবার।
বেঁচে থাকা দিয়ে মাখা,
দই-ফুচকায়,
চেখে সুখ দেখো আবার।
সেই হারানো চড়ুইয়ের ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।

Saturday, August 24, 2013

Dolil(দলিল) By Belal Khan/Nancy From The Movie Khuti

শিরোনামঃ দলিল
কথাঃ রবিউল ইসলাম জীবন
কন্ঠঃ বেলাল খান/ন্যান্সি
সুরঃ বেলাল খান
সঙ্গীতঃ বেলাল খান এবং ফারুক আহমেদ সুমন
পরিচালকঃ সাইফুর রুবেল
মুভিঃ খুঁটি



তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর
ক্ষণে ক্ষণে অবুঝ প্রাণে, তোলো একি ঝড়
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
রিমঝিম মৌনতা ছুঁয়ে যায় বারেবারে
অচেনা সুখ এসে দৃষ্টিতে কড়া নারে
রিমঝিম মৌনতা ছুঁয়ে যায় বারেবারে
অচেনা সুখ এসে দৃষ্টিতে কড়া নারে
আধো আলো আধো ছায়ায় কাটে যে প্রহর
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর
নির্ঘুম রাত জেগে আকাশের তারা গুনি
জোছনার রঙে রঙে স্বপ্নের জাল বুনি
নির্ঘুম রাত জেগে আকাশের তারা গুনি
জোছনার রঙে রঙে স্বপ্নের জাল বুনি
সত্যি হয়ে পাশাপাশি থেকো, থেকো জনমভর
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর
ক্ষণে ক্ষণে অবুঝ প্রাণে, তোলো একি ঝড়
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর

Dure Dure Thaka (দুরে দুরে থাকা)

শিরোনামঃ দুরে দুরে থাকা
কন্ঠঃ কনা/ কাজী শুভ
সঙ্গীতঃ ফুয়াদ
মুভিঃ লাল টিপ



দুরে দুরে থাকা মানে
দুরত্ব বেশী নয়,
কাছাকাছি থাকলে হয়তো
থমকে যেত এ সময়(২)

বাতাস বলে এসেছিলে
স্বপ্ন ছুয়েছি তোমাকে
তোমার স্পর্শ আছে ঘিরে
অচেনা এই কোলাহলে
পেতে চাই তোমায় নিরব ভোরে
শিশির ভেজা সবুজ ঘাসে
পেতে চাই তোমায় অস্থিরতায়
অসম্ভবের শেষ সীমান্তে(২)
পেতে চাই তোমায় নিরব ভোরে
শিশির ভেজা সবুজ ঘাসে
পেতে চাই তোমায় শত পূর্ণতায়
প্রবাসে (২)
স্বপ্নেরা ঠিকই আছে তোমার কাজলরেখায়
সেই স্বপ্ন আমার চোখে
তোকেই শুধু চায়
দুরে দুরে থাকা মানে
দুরত্ব বেশী নয়,
কাছাকাছি থাকলে হয়তো
থমকে যেত এ সময়
বাতাস বলে এসেছিলে
স্বপ্ন ছুয়েছি তোমাকে
তোমার স্পর্শ আছে ঘিরে
অচেনা এই কোলাহলে
পেতে চাই তোমায় নিরব ভোরে
শিশির ভেজা সবুজ ঘাসে
পেতে চাই তোমায় অস্থিরতায়
অসম্ভবের শেষ সীমান্তে…………

Keno Chole Gele Dure( কেন চলে গেলে দূরে)

শিরোনামঃ কেন চলে গেলে দূরে
কন্ঠঃ শ্রাবন্তী আলী/ অর্নব
মুভিঃ জাগো

----------------
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন ফিরে এলে না আবার
বাড়াতে দুঃখের ভার
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন চলে গেলে দূরে
বেদনার রংধনু
চেয়েছিল মোর অন্তর
দুঃখের সুখের ঘর বাঁধিনু
বাঁধিনু হৃদয়ে প্রান্তর (২)
আজ এই ঝড় এসে
বাধন গেছে টুটে
অসীমতায় দুঃখ আর
অনন্ত পারাপার
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন ফিরে এলে না আবার
বাড়াতে দুঃখের ভার
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন চলে গেলে দূরে

Jaago-Version 2(জাগো-ভার্সন-২)

শিরোনামঃ জাগো(ভার্সন-২)
কন্ঠঃ অদিত
মুভিঃ জাগো
রাতভর ঘুম, চোখ ঘুম ঘুম
রাতভর ঘুম, চোখ ঘুম ঘুম
জাগে রোদ্দুর ঘুম ঘুম চোখ
নেই আঁধার শুধু আলো
আলোর ডাক প্রান জাগালো
নেই আঁধার শুধু আলো
আলোর ডাক প্রান জাগালো
এই আকাশ শুধুই সীমানা……
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগোরে……
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগো
কেটেছে সব হতাশা
আলোরই বরষা
নবজাগরণেরই আশা
কেটেছে সব হতাশা
আলোরই বরষা
নবজাগরণেরই আশা
ওঠোরে ওঠোরে
হৃদয়ের ডানাভরে
জয়েরই সুতীব্র নেশায়
আজ পথচলা পথে ছুটে চলা
বুকে হতাশা, জয়ের নেশা……
নীল আকাশে মেলো ডানা……
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগোরে……
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগো
জাগো জাগো জাগো জাগো জাগো জাগো ………………
ফিরে তাকানো নয়
আজ ঝেড়ে ফেলো ভয়
এখন সময় সামনে চলার
ফিরে তাকানো নয়
আজ ঝেড়ে ফেলো ভয়
এখন সময় সামনে চলার
জাগোরে জাগোরে
বিজয়েরই প্রহরে
দীপ্ত শপথ সামনে লড়াই
আজ পথচলা পথে ছুটে চলা
বুকে হতাশা, জয়ের নেশা……
আজ শুধু জয়ের চেতনা……
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগোরে……
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগো
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগোরে……
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগো……

Friday, August 23, 2013

Choto Choto Shopner Nil Megh(ছোট ছোট স্বপ্নের নীল মেঘ)

শিরোনামঃ ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কন্ঠঃ নচিকেতা
মুভিঃ হঠাৎ বৃষ্টি
———————————————-
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
কখনো আলো-ছায়ার খেলা
কখনো শুধুই আঁধার(২)
কোথাও থামে ভেজা সহনি
কোথাও ফুলের বাহার।
কোথাও চেতনা পাহাড় ভাঙ্গে
কোথাও বিপন্ন কৃষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
কখনো হৃদয় ভাঙ্গার খেলা
কখনো সেতু গড়ার (২)
কখনো নিজ নিকেতনে মন
কখনো কখনো সবার।
কোথাও চাওয়ার হিসেব মেলে না
কোথাও না পাই সন্তুষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)

Mone Porle (মনে পড়লে)

শিরোনামঃ মনে পড়লে
কথাঃ অংশুমান চক্রবর্তী
কন্ঠঃ অরিজিৎ সিং
সুরঃ ইন্দ্রদীপ দাসগুপ্ত
মুভিঃ হাওয়া বদল



 মনে পড়লে অকারণ
কাউকে বলা বারণ
রিমঝিমঝিম বরষায়
তুই আজ ভেজার কারণ
মেঘেদের ডাকবাক্সে
তোর চিঠি পৌছে দিলাম
হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায়
রুমাল শুকায় জলের আরামে
ঘুম এসে যায়।
লাস্ট ট্রেন হলে মিস
তোর কাছে করি আব্দার
একজোড়া ট্রাম তার
তুই পাখিদের সংসার
রাতজাগা নাকি
তোর ঘুমে পাঠালাম।
হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায়
রুমাল শুকায় জলের আরামে
ঘুম এসে যায়।
এই বাসস্টপ কেউ নেই
তুই ভেসে আসা গান
দলছুট পাখিদের তুই হলি
খোলা আসমান
ভর দিয়ে তোর ডানায়
নতুন উড়াল দিলাম।
হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায়
রুমাল শুকায় জলের আরামে
ঘুম এসে যায়।

Bhoy Dekhas Na Please (ভয় দেখাস না প্লিজ)

শিরোনামঃ ভয় দেখাস না প্লিজ
কথাঃ অংশুমান চক্রবর্তী
কন্ঠঃ সুনিধি চৌহান / অরিজিৎ সিং / মোহন(অগ্নি ভার্সন)
সুরঃ ইন্দ্রদীপ দাসগুপ্ত
মুভিঃ হাওয়া বদল

ভয় দেখাস না প্লিজ
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর দু চোখের রোদ
ফিরতে মানা করবে সেই, ভয় পাই
এই শরীরটাই যা তুই চিনিস
বাদ বাকী,আমি আনকোরা
জোর করে তবু সই পাতাই
গল্প বানাই, মন গড়াই
আমার অন্য রাজ্যপাট
আমি ঘর পালানো পাখির ছদ্মবেশ
তোর কাঁধেতে বসে
আর গান শোনাবো, পাই যদি আদেশ

অনেক রাতের পর,
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরবো ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।
ভুলে গেলে তুই
হাতড়ে ফিরবো অন্ধকারের গান,
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান।
তুই এক ফালি আকাশ,
আমি ভুল করে ঢোকা একলা শঙ্খচিল।
তুই আমার বাতাস, তবু ফিরতে হবে বল দেখি মুশকিল
জানি ফেরার পর তুই আমায়, হাটতে দেখলেও চিনবি না
তোর দেওয়া এই ডাকনামে ভুল করেও আর ডাকবি না।
শুধু কোন বাদলা দিনের ভোর,
তোর স্বপ্নে উড়বে কাঁচপোকাদের ভুল
ঘুমে কাঁদবি তুই,আর গুনব আমি বদলানোর মাশুল।
অনেক রাতের পর,
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরবো ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।
ভুলে গেলে তুই
হাতড়ে ফিরবো অন্ধকারের গান,
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান।
ভয় দেখাস না প্লিজ
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর দু চোখের রোদ
ফিরতে মানা করবে সেই, ভয় পাই

Joy Shotter Joy(জয় সত্যের জয়) By Anindita Brishti From The Movie Guerrilla

শিরোনামঃ জয় সত্যের জয়
গীতিকারঃ ড. এনামুল হক
কন্ঠঃ অনিন্দিতা বৃষ্টি
সুরকারঃ শহীদ আলতাফ মাহমুদ
সঙ্গীত পরিচালকঃ শিমুল ইউসুফ
মুভিঃ গেরিলা


জয় সত্যেরও জয়, জয় প্রেমেরও জয়
জয় মুক্তির বীর সেনানীর জয়
সত্যেরও জয়, জয় প্রেমেরও জয়
জয় মুক্তির বীর সেনানীর জয়
সত্যেরও জয়
জয় সৃষ্টির অনুক্ত উচ্ছাস
জয় বিশ্বের মুখরবিশ্বাস
জয় সৃষ্টির অনুক্ত উচ্ছাস
জয় বিশ্বের মঙ্গল ও বিশ্বাস
জয় শান্তিরও জয়, জয় সাম্যেরও জয়
জয় সে চিত্ত ভেঙ্গেছে যে সংশয়
সত্যেরও জয়
জয় প্রেমেরও জয়
জয় মুক্তির বীর সেনানীর জয়
সত্যেরও জয়

Tepantorer Mathe(তেপান্তরের মাঠে) | Nazrul Geeti(নজরুল গীতি)

শিরোনামঃ তেপান্তরের মাঠে
নজরুল গীতি
তেপান্তরের মাঠে বধু হে
একা বসে থাকি
তুমি যে পথ দিয়ে গেছ চলি
তারি ধুলা মাখি হে
একা বসে থাকি
যেমন পা ফেলেছো গিরিপথে
রাঙা পথের ধুলাতে
তেমনি করে আমার বুকে
চরণ যদি বুলাতে
আমি খানিক জ্বালা ভুলতাম
ঐ মানিক বুকে রাখি হে
একা বসে থাকি
আমার খাওয়া-পরায় নাই রুচি আর
ঘুম আসেনা চোখে
ঘুম আসেনা চোখে
আমি বাউরি হয়ে বেড়াই পথে
দেখে হাসে পাড়ার লোকে
হাসে পাড়ার লোকে
আমি তালপুকুরে যেতে নারি
এ কি তোমার মায়া হে
ঐ কালো জলে দেখি
তোমার কালো রুপের ছায়া হে
আমায় কলঙ্কিনি নাম রটিয়ে
তুমি দিলে ফাঁকি হে
একা বসে থাকি
তেপান্তরের মাঠে বধু হে
একা বসে থাকি
একা বসে থাকি
একা বসে থাকি

Thursday, August 22, 2013

Boroshar Prothom Dine(বরষার প্রথম দিনে)

শিরোনামঃ বরষার প্রথম দিনে
কন্ঠঃ  সাবিনা ইয়াসমিন
কথাঃ হুমায়ুন আহমেদ
মুভিঃ দুই দুয়ারী
————————————-
বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয় (২)
বরষার প্রথম দিনে
জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
যদি কোনো দিন আসে জোছোনার আঁচলে ঢাকা
মধুর সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে
জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
ছায়াময়ি কারো সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে

Mathay Porechi Shada Cap (মাথায় পরেছি সাদা ক্যাপ)

শিরোনামঃ মাথায় পরেছি সাদা ক্যাপ
কণ্ঠঃ আগুন
কথাঃ হুমায়ূন আহমেদ
সঙ্গীত পরিচালনাঃ মকসুদ জামিল মিন্টু
মুভিঃ দুই দুয়ারী



মাথায় পরেছি সাদা ক্যাপ
হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ।
ব্যাগ ঝুলিয়েছি কাঁধে
নামবো রাজপথে,
চারিদিকে ঝলমলে রোদ
কেটে যাবে আঁধারের ছায়া-অবরোধ।
চারিদিকে কী আনন্দ,
অতি তুচ্ছ পতঙ্গেরও অপূর্ব জীবন।
হয়তো শিশিরকণারও আছে
শুধু তার একান্ত-একা
আনন্দেরই ক্ষণ।
মাথায় পরেছি সাদা ক্যাপ
হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ।
আমি বলি, এই যে ব্রাদার হ্যালো
আমি কে? এইটুকু আমাকে শুধু বলো।
কোত্থেকে এসেছি আমি, ঠিকানাটা কী
এই জীবনে কী দেখেছি, কী দেখিনি।
দেখেছি মায়াময় দুই দুয়ারী ঘর
সেইখানে বাস করে অশ্রু কারিগর।
তাকে ঘিরে টলমল করে
নীলমণি দুঃখ সাগর।
দুই দুয়ার, খুলে দাও ভাই
অশ্রুর অবসান চাই।
নিয়ে এসো, চারদিকে ঝলমলে রোদ
কেটে যাক আঁধারের ছায়া-অবরোধ।
মাথায় পরেছি সাদা ক্যাপ
হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ।