Sunday, August 25, 2013

Akashe Batase Chal Sathi(আকাশে বাতাসে চল সাথী) By Kavita Krishnamurthy & Sadhana Sargam From The Movie Moner Mahje Tumi

শিরোনামঃ আকাশে বাতাসে চল সাথী
কথাঃ প্রিয় চ্যাটার্জী
কন্ঠঃ কবিতা কৃষ্ণমূর্তি/ সাধনা সারগাম
সঙ্গীত পরিচালকঃ দেবেন্দ্রনাথ চ্যাটার্জী
মুভিঃ মনের মাঝে তুমি

আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে…
আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘরে, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পেছনে ফেলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
রিমঝিম বৃষ্টি শেষে সূর্য্য মামা উঠবে হেসে
সে আমার এ দু’চোখে স্বপ্ন ছড়াবে
দেখবো এমন ঘুমের ঘোরে
স্বপ্ন তবু দুচোখ জুড়ে
সে সুখে মনপাখি যে পাখা ঊড়াবে
সুরে সুরে গানে গানে
খুশিতে আজ মন যে দোলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
নীল নীল ঐ আকাশ পথে
দেখা হবে পরীর সাথে
জোছনা দেবে চাঁদ আসলে রাতে
আজকে এ মন যাক হারিয়ে
বন্ধু দিলাম হাত বাড়িয়ে
এভাবে আমরা দুজন থাকবো সাথী
ছন্দে আনন্দে গানে গানে
খুশিতে আজ প্রাণ যে দোলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে…
আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘরে, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পেছনে ফেলে রে

No comments:

Post a Comment