Wednesday, June 17, 2009

Mithila-Tahsan




Kusum bangladeshi Model or actress

Joya actress bangladeshi natok

Nowsin or Hillol







টিভি মিডিয়ায় নওশীনকে সবাই চেনেন রহস্যময়ী অভিনেত্রী হিসেবে। কারণ তিনি কখন কি বলেন, আর কখন কি করেন তা কারো মাথায়ই ধরে না।

দীর্ঘদিন ধরে হিল্লোলের সঙ্গে প্রকাশ্যে প্রেম ও একসঙ্গে থাকলেও বিয়ের কথা বারবারই অস্বীকার করে গেছেন তিনি। যদিও এর আগেও এ দুজন বিয়ে করেছেন সংশ্লিষ্ট সংবাদ প্রকাশ করেছিল।

তখন নওশীন এ সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, তাদের মধ্যে ‘বিশেষ’ সম্পর্ক আছে, তবে তারা বিয়ে করেননি।

এবার নতুন খবর দিলেন রহস্যময়ী এ মানবী।

অভিনেত্রী নওশীন জানিয়ছেন, এবার ‘শ্বশুরবাড়ি’তে ঈদ করবেন তিনি। বিয়ে না করলে শ্বশুরবাড়ি পেলেন কোথায়? এমন প্রশ্নে অপ্রস্তুত নওশীন জানালেন, গত মার্চ মাসে হিল্লোল আর তার বিয়ে হয়েছে। বিয়েতে দুই পরিবারেরই সম্মতি আছে।

নওশীন বলেন, তবে ইচ্ছে করেই এ ব্যাপারে মিডিয়াকে তেমন কিছু জানানো হয়নি। তিনি জানান, এখন সবার কাছে দোয়া চাইছি। সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি।

নওশীন বলেন, শ্বশুরবাড়িতে এবারই প্রথম ঈদ করব। তাই মায়ের বাড়ির পাশাপাশি শ্বশুরবাড়ির জন্যও কেনাকাটা করেছি। কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম। কেনাকাটার ব্যাপারটি ওখানেই সেরে এসেছি। মা আমাকে শাড়ি দিয়েছেন। শাশুড়িও শাড়ি দেবেন।