Tuesday, August 27, 2013

Tumi Asbe Bole (তুমি আসবে বলে)

শিরোনামঃ তুমি আসবে বলে
কন্ঠঃ সোমলতা আচার্য্য চৌধুরী
সুরঃ নীল দত্ত
সঙ্গীত পরিচালকঃ নীল দত্ত
মুভিঃ রঞ্জনা আমি আর আসবো না


----------------------------------------

 
তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়
দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া ঢেকে যায়
কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদা
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন, আশা করে যায়
সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা আঁটে আমি আঁটি না
চোখে নিয়ে স্বপ্ন, বুকে নিয়ে অনেক অনেক কথা
আমার বয়স বাড়ে, আমি বাড়ি না
তুমি আসবে বলে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর বেকার কিছু মানুষ মরে যায়
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন, আশা করে যায়

Monday, August 26, 2013

Du Dikei Boshobash (দু দিকেই বসবাস)

শিরোনামঃ দু দিকেই বসবাস
কন্ঠঃ ন্যান্সি
সুরঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ প্রজাপতি
———————————
দুই দিকেই বসবাস দুই দিকেই টান
ফিরবো কোন পাড়ে এই মন টানে দুই ধারে
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান
এক পাড়ে আছে মন ওই পাড়ে অন্তর(২)
দু পাড়েই তোলে বুকে অচেনা এক ঝড়
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান
এক মনে দুই জন বেধে আছে ঘর(২)
পারেনা মন কাউকে করে দিতে পর
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান