Friday, July 19, 2013

টেলিটকে দিয়ে ফ্রী নেট ব্যাবহার করুন মোবাইল এ !!!

টেলিটকে দিয়ে ফ্রী নেট ব্যাবহার করুন মোবাইল এ !!!

যারা গ্রামীনফোনে 0.facebook.com দিয়ে মোবাইল এ ফ্রী নেট ব্যাবহার করতেন তারা এখন আর ব্যাবহার করতে পারছেন না,কেননা গ্রামীনফোন এটাকে ব্লক করেছে,তাই নতুন ট্রিক আবিষ্কার করলাম টেলিটক দিয়ে। অনেক আগেই এই ট্রিক আবিষ্কার করলেও বেস্ততার কারনে টিউন করতে পারিনি। কথা না বারিয়ে কাজের কথাই আসা যাকঃ

    আপনি শুদুমাত্র অপেরা মিনি দিয়ে এই কাজটি করতে পারবেন।আমি জাভা মোবাইল ইউসারদের Opera mini 4.5 টা ইউস করতে সাজেস্ট করব। এছাড়া আপনি লেটেস্ট টা দিয়েও ট্রাই করতে পারেন। এই নেট ব্যাবহার এর সুবিধা হল আপনি টেলিটক এর আফিসিয়াল কনফিগারেশন  Setting ( TT-INTERNET ) দিয়ে ফ্রী নেট ব্যাবহার করতে পারবেন,তাই জাভা ইউজারদের prov file নিয়ে ঝামেলা নেই,সিম্বিয়ান ইউসেরদের Apn,Port ইত্যাদি সেট করার প্রয়োজন পরবেনা।
    আপনি সিমটা চালু করলেই ইন্টারনেট সেটিং এসে যাবে। তারপর Settings=>configuration=> থেকে TT-INTERNET  select করুন।

    নিচ থেকে Active default in all app active করুন।

    অপেরাতে গিয়ে টাইপ এড্রেস বারে বা Goto address এ লিখুন
    0.facebook.com/l.php?u=site link
    যেমন আপনি facebook এ ভিসিট করতে চাইলে লিখবেন
    0.facebook.com/l.php?u=http://m.facebook.com

    একটা পেইজ আসবে leaving facebook লেখা এবং কনফার্ম করতে বলবে।Confirm করবেন।যে সাইটের লিংক দিয়েছেন সেটা চলে আসবে।

যাস!!! আপনার কাজ শেষ। এইভাবে আপনি আনলিমিটেড ব্রাউস করতে পারবেন কিন্তু ডাউনলোড করা যাবেনা।

একটাই সমস্যা,মাঝেমাঝে পেইজ লোড হবার পর Problem from the server লিখা আসে,তখন OK Button চাপতে হয়,তবে এই লিখা আসার আগেই পেইজ লোড হয়ে যাবে,না গেলে রিফ্রেশ বাটন চাপুন।

এটা  শুধুমাত্র Teletalk 2G নেটওয়ার্ক এ কাজ করে,তবে ৩জি নেটওয়ার্ক এ ট্রাই করতে পারেন।

যারা আগে গ্রামীনফোনে এই নিয়মে ফ্রী নেট ব্যাবহার করতেন তারা শুধু টেলিটক সিম যোগার করে একই নিয়মে চেষ্টা করুন। ( এটি সর্বপ্রথম www.techtunes.com.bd তে প্রাকাশিত)

No comments:

Post a Comment