শিরোনামঃ আমার স্বপ্নের হাতে হাতকড়া
কন্ঠঃ তানভীর
কথাঃ আশুতোষ সুজন
সুরঃ আশুতোষ সুজন
নাটকঃ ভল্লুক’কে শুভেচ্ছা টুনটুনি/সিনেমা
আমার স্বপ্নের হাতে হাতকড়া
তাই স্বপ্নের হাতে বন্দী
আমার মনের জমিতে জল নেই
তাই তোমার সাথে সন্ধি
রাধা গো………রাধা
শ্যাম পুড়ে যাই তোমার বিহনে
যমুনার ঘাট একা একা আজ
শ্যামের বাশির সুর
মধ্যরাতে ঘুম পালালে রাধা কতদুর
রাধা গো ……..রাধা
wallpaper hot bangla xxx photo bangla six photo bangla saxy photo bd dress bangladeshi hot photo bengali hot picture bengali bf photo bengali hot photo bangla wallpaper bd hot photo yellow wallpaper bengali boudi photo hindi video hd winnie the pooh wallpaper bangla sixe photo bangla sxy hindi video song bangla new sms hot women wallpaper bengali actress hot photo hd hindi video hindi video songs hd hot boudi photo bangladeshi hot picture
Saturday, August 17, 2013
O Bondhu Lal Gulabi
শিরোনামঃ ও বন্ধু লাল গুলাবী
ওরিজিনাল আর্টিস্টঃ শরীফ উদ্দিন
রিমেকঃ Studio58 এবং রিজভী
টেলিফিল্মঃ @18 all time দৌড়ের উপর
ও বন্ধু লাল গুলাবী, ও বন্ধু লাল গুলাবী
কই রইলা রে,
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে (২)
তুমি বন্ধু হইলে আমার নাইতো কিছু বাকি চাওয়ার
তুমি আমি দু’জন মিলা সাজাইবো সুখের সংসার
আরে সাজাইবো সুখের সংসার
তোমারে পাইলে সখি, তোমারে পাইলে সখি বইবোরে
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে
ফুল শয্যা সাজাইবো, সাজাইবো,
প্রেম দশা খেলাইবো,
আমার মনের যত্ত রঙ্গ আশা সবি মিটাইবো
আরে আশা সবি মিটাইবো
রাখিব তোরে আমার
রাখিব তোরে আমার আদরে
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে
ওরিজিনাল আর্টিস্টঃ শরীফ উদ্দিন
রিমেকঃ Studio58 এবং রিজভী
টেলিফিল্মঃ @18 all time দৌড়ের উপর
ও বন্ধু লাল গুলাবী, ও বন্ধু লাল গুলাবী
কই রইলা রে,
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে (২)
তুমি বন্ধু হইলে আমার নাইতো কিছু বাকি চাওয়ার
তুমি আমি দু’জন মিলা সাজাইবো সুখের সংসার
আরে সাজাইবো সুখের সংসার
তোমারে পাইলে সখি, তোমারে পাইলে সখি বইবোরে
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে
ফুল শয্যা সাজাইবো, সাজাইবো,
প্রেম দশা খেলাইবো,
আমার মনের যত্ত রঙ্গ আশা সবি মিটাইবো
আরে আশা সবি মিটাইবো
রাখিব তোরে আমার
রাখিব তোরে আমার আদরে
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে
Kichu Kichu (By Tarun From The Telefilm Amader Golpo)
শিরোনামঃ কিছু কিছু
কথাঃ ইফতেখার আহমেদ ফাহমি
কন্ঠঃ তরুন
টেলিফিল্মঃ আমাদের গল্প
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এসএমএস পরে আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায় লিখবোনা কোন চিঠি,
কোন কোন গলিতে করবে না মন হাটাহাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।
খুঁজবো না আমি, খুঁজবেনা মন
খুঁজবেনা এই চারপাশ
কখনো রঙিন কখনো ধূসর কখনো নীল আকাশ
জেনেছি আমি জেনেছে মন জেনেছে এই চারপাশ
যাবেনা ফেরানো তবু ফেরানো মিলছে আশ্বাস
অনেক আড্ডায় অনেক হাঁসিতে হয়না খোঁজা সেই মন
হারানোর বেদনায় পিছে ফেলে সমসাময়িক সুখ
অনেক একায় অনেক ভিড়ে তোকেই খুজে ফিরি
একটু দাঁড়া আসছি আমি না হয় হচ্ছে একটু দেরি
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এসএমএস পরে আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায় লিখবোনা কোন চিঠি,
কোন কোন গলিতে করবে না মন হাটাহাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।
কথাঃ ইফতেখার আহমেদ ফাহমি
কন্ঠঃ তরুন
টেলিফিল্মঃ আমাদের গল্প
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এসএমএস পরে আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায় লিখবোনা কোন চিঠি,
কোন কোন গলিতে করবে না মন হাটাহাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।
খুঁজবো না আমি, খুঁজবেনা মন
খুঁজবেনা এই চারপাশ
কখনো রঙিন কখনো ধূসর কখনো নীল আকাশ
জেনেছি আমি জেনেছে মন জেনেছে এই চারপাশ
যাবেনা ফেরানো তবু ফেরানো মিলছে আশ্বাস
অনেক আড্ডায় অনেক হাঁসিতে হয়না খোঁজা সেই মন
হারানোর বেদনায় পিছে ফেলে সমসাময়িক সুখ
অনেক একায় অনেক ভিড়ে তোকেই খুজে ফিরি
একটু দাঁড়া আসছি আমি না হয় হচ্ছে একটু দেরি
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এসএমএস পরে আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায় লিখবোনা কোন চিঠি,
কোন কোন গলিতে করবে না মন হাটাহাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।
Salam Salam Hajar Salam
শিরোনামঃ সালাম সালাম হাজার সালাম
শিল্পীঃ মোহাম্মদ আবদুল জব্বার
গীতিকারঃ ফজল-এ-খোদা
সুরকারঃ মোহাম্মদ আবদুল জব্বার
সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
ভাইয়ের বুকের রক্তে আজি
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি।
শহীদ স্মৃতি বরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
শিল্পীঃ মোহাম্মদ আবদুল জব্বার
গীতিকারঃ ফজল-এ-খোদা
সুরকারঃ মোহাম্মদ আবদুল জব্বার
সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
ভাইয়ের বুকের রক্তে আজি
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি।
শহীদ স্মৃতি বরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
Walton Primo X2
Enjoy up to 60% DISCOUNT on pre-order !
Introducing Walton's first unibody design with 1080P Full HD Display,
Gorilla Glass 3, 1.5 GHz Quad Core CPU , 2 GB Hi-Speed RAM, 32 GB
Memory, 5MP wide angle front face camera with 12 level Face beauty,
& Air Gestures
From today you can experience at WALTON PLAZA (Bashundhara City) and you can pre-order at any Walton Plaza all over Bangladesh.
Basic information:
Operating System: Android 4.2.1 (jelly bean)
Processor: 28nm Quad-Core 1.5GHz Turbo
GPU: 357 MHz PowerVR SGX 544
RAM: 2GB (High Speed)
Storage space: 32GB
Call mode: Single Card
Network parameters:
Network type: UMTS/GSM
Network band: GSM850/900/1800/1900MHz, UMTS 900/2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSDPA / HSPA+
Screen parameters:
Screen size: 5 inch Full HD
Resolution: 1920× 1080
PPI: 441
Touch & protector: Capacitive touch screen with 3rd generation gorilla glass
Display type: 2nd generation vivid IPS
Screen Materials: JDI IPS 2 + OGS
2.52 mm narrow frame
Camera parameters:
Rear camera: Omni visions 13.0 Mega pixels with BSI 2, F/2.2 & 5 lenses with blue glass filter
Front camera: 5.0 Mega pixels with F/2.4 & BSI
Video recording: Full HD (1080p) (1920x1080)
Flash: Support
EIS (Electronic Image Stabilization) (gyroscopic stabilization)
Capture Mode: Support (HDR mode, burst mode, touch-screen camera, gestures camera, smiling photographs, etc.)
AF mode: Support auto focus; touch focus and support manual face tracking
ISO Speed: Auto / 100/200/400/800/1600
Photo properties: 12 extreme beauties, support for real-time preview, pedestrians cleared, the group beat preferred
Multimedia:
Radio: Support with recorder
Music player with DTS Sound Technology | High Definition Audio
Connectivity:
WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2
Wireless Display Sharing, WIFI Direct
Sensors:
Motion sensors: Gyroscope, Accelerometer (3D), Gravity, Linear Acceleration, Orientation, Rotation Vector
Light sensors: Light (Brightness), Proximity
Magnetic Field (Compass)
Dual mic noise reduction
Smart Gesture: Air browse pictures, Control video progress, smart pause
control, Smart dial, Smart answer, Pause alarm, Gesture answer.
GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function
Battery Capacity: 2150mAh
Type: High density Lithium-ion polymer battery
Weight: 127.6g (with battery)
Dimension: 142.5 X 69.4 X 7.9 mm
Release date: End of August (approximately) ***
Pre - order customers will enjoy 2% to 60% discount on retail price.
This offer will be valid till before the release day of Primo X2.
** Please call our Customer Care Center for more details or any questions.
Contact numbers: 09612316267 (from all operators); 16267 (Airtel user only) (9 AM to 10 PM)
Friday, August 16, 2013
Amar Mote (Female) | আমার মতে (মহিলা কন্ঠ)
শিরোনামঃ আমার মতে (মহিলা কন্ঠ)
কন্ঠঃ লোপামুদ্রা মিত্র
কথাঃ অনুপম রয়
সুরঃ অনুপম রয়
মুভিঃ হেমলক সোসাইটি
—————————————–
কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই ।
কতবার তোর কাঁচা আলাওয় ভিজে গান শোনাই,
আমার মতে তোর মতন কেউ নেই ।
এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার,
হয়ত নদীর কোন বেগ,
রাখতে পারিনি অবশেষ।
অথবা আমার সব হাতগুলো ছারবার
পরেও খেলেছি এক দান,
বুঝিনি কিসের এত টান।
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া।
তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়
তারও বেশি ধরা পড়ে যায় ।
তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক,
কষতে বারণ ছিল তাই,
কিছুই বোঝা গেল না প্রায়।
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া।
কন্ঠঃ লোপামুদ্রা মিত্র
কথাঃ অনুপম রয়
সুরঃ অনুপম রয়
মুভিঃ হেমলক সোসাইটি
—————————————–
কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই ।
কতবার তোর কাঁচা আলাওয় ভিজে গান শোনাই,
আমার মতে তোর মতন কেউ নেই ।
এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার,
হয়ত নদীর কোন বেগ,
রাখতে পারিনি অবশেষ।
অথবা আমার সব হাতগুলো ছারবার
পরেও খেলেছি এক দান,
বুঝিনি কিসের এত টান।
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া।
তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়
তারও বেশি ধরা পড়ে যায় ।
তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক,
কষতে বারণ ছিল তাই,
কিছুই বোঝা গেল না প্রায়।
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া।
Monday, August 12, 2013
Sunday, August 11, 2013
Subscribe to:
Posts (Atom)
-
Bangladeshi New Hot Model Jacqueline Mithila . Some Hot Expression Picture Collection.