Saturday, August 24, 2013

Dolil(দলিল) By Belal Khan/Nancy From The Movie Khuti

শিরোনামঃ দলিল
কথাঃ রবিউল ইসলাম জীবন
কন্ঠঃ বেলাল খান/ন্যান্সি
সুরঃ বেলাল খান
সঙ্গীতঃ বেলাল খান এবং ফারুক আহমেদ সুমন
পরিচালকঃ সাইফুর রুবেল
মুভিঃ খুঁটি



তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর
ক্ষণে ক্ষণে অবুঝ প্রাণে, তোলো একি ঝড়
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
রিমঝিম মৌনতা ছুঁয়ে যায় বারেবারে
অচেনা সুখ এসে দৃষ্টিতে কড়া নারে
রিমঝিম মৌনতা ছুঁয়ে যায় বারেবারে
অচেনা সুখ এসে দৃষ্টিতে কড়া নারে
আধো আলো আধো ছায়ায় কাটে যে প্রহর
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর
নির্ঘুম রাত জেগে আকাশের তারা গুনি
জোছনার রঙে রঙে স্বপ্নের জাল বুনি
নির্ঘুম রাত জেগে আকাশের তারা গুনি
জোছনার রঙে রঙে স্বপ্নের জাল বুনি
সত্যি হয়ে পাশাপাশি থেকো, থেকো জনমভর
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর
ক্ষণে ক্ষণে অবুঝ প্রাণে, তোলো একি ঝড়
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর

Dure Dure Thaka (দুরে দুরে থাকা)

শিরোনামঃ দুরে দুরে থাকা
কন্ঠঃ কনা/ কাজী শুভ
সঙ্গীতঃ ফুয়াদ
মুভিঃ লাল টিপ



দুরে দুরে থাকা মানে
দুরত্ব বেশী নয়,
কাছাকাছি থাকলে হয়তো
থমকে যেত এ সময়(২)

বাতাস বলে এসেছিলে
স্বপ্ন ছুয়েছি তোমাকে
তোমার স্পর্শ আছে ঘিরে
অচেনা এই কোলাহলে
পেতে চাই তোমায় নিরব ভোরে
শিশির ভেজা সবুজ ঘাসে
পেতে চাই তোমায় অস্থিরতায়
অসম্ভবের শেষ সীমান্তে(২)
পেতে চাই তোমায় নিরব ভোরে
শিশির ভেজা সবুজ ঘাসে
পেতে চাই তোমায় শত পূর্ণতায়
প্রবাসে (২)
স্বপ্নেরা ঠিকই আছে তোমার কাজলরেখায়
সেই স্বপ্ন আমার চোখে
তোকেই শুধু চায়
দুরে দুরে থাকা মানে
দুরত্ব বেশী নয়,
কাছাকাছি থাকলে হয়তো
থমকে যেত এ সময়
বাতাস বলে এসেছিলে
স্বপ্ন ছুয়েছি তোমাকে
তোমার স্পর্শ আছে ঘিরে
অচেনা এই কোলাহলে
পেতে চাই তোমায় নিরব ভোরে
শিশির ভেজা সবুজ ঘাসে
পেতে চাই তোমায় অস্থিরতায়
অসম্ভবের শেষ সীমান্তে…………

Keno Chole Gele Dure( কেন চলে গেলে দূরে)

শিরোনামঃ কেন চলে গেলে দূরে
কন্ঠঃ শ্রাবন্তী আলী/ অর্নব
মুভিঃ জাগো

----------------
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন ফিরে এলে না আবার
বাড়াতে দুঃখের ভার
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন চলে গেলে দূরে
বেদনার রংধনু
চেয়েছিল মোর অন্তর
দুঃখের সুখের ঘর বাঁধিনু
বাঁধিনু হৃদয়ে প্রান্তর (২)
আজ এই ঝড় এসে
বাধন গেছে টুটে
অসীমতায় দুঃখ আর
অনন্ত পারাপার
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন ফিরে এলে না আবার
বাড়াতে দুঃখের ভার
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন চলে গেলে দূরে

Jaago-Version 2(জাগো-ভার্সন-২)

শিরোনামঃ জাগো(ভার্সন-২)
কন্ঠঃ অদিত
মুভিঃ জাগো
রাতভর ঘুম, চোখ ঘুম ঘুম
রাতভর ঘুম, চোখ ঘুম ঘুম
জাগে রোদ্দুর ঘুম ঘুম চোখ
নেই আঁধার শুধু আলো
আলোর ডাক প্রান জাগালো
নেই আঁধার শুধু আলো
আলোর ডাক প্রান জাগালো
এই আকাশ শুধুই সীমানা……
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগোরে……
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগো
কেটেছে সব হতাশা
আলোরই বরষা
নবজাগরণেরই আশা
কেটেছে সব হতাশা
আলোরই বরষা
নবজাগরণেরই আশা
ওঠোরে ওঠোরে
হৃদয়ের ডানাভরে
জয়েরই সুতীব্র নেশায়
আজ পথচলা পথে ছুটে চলা
বুকে হতাশা, জয়ের নেশা……
নীল আকাশে মেলো ডানা……
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগোরে……
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগো
জাগো জাগো জাগো জাগো জাগো জাগো ………………
ফিরে তাকানো নয়
আজ ঝেড়ে ফেলো ভয়
এখন সময় সামনে চলার
ফিরে তাকানো নয়
আজ ঝেড়ে ফেলো ভয়
এখন সময় সামনে চলার
জাগোরে জাগোরে
বিজয়েরই প্রহরে
দীপ্ত শপথ সামনে লড়াই
আজ পথচলা পথে ছুটে চলা
বুকে হতাশা, জয়ের নেশা……
আজ শুধু জয়ের চেতনা……
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগোরে……
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগো
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগোরে……
জাগো জাগো বাংলাদেশ
জাগো জাগো……

Friday, August 23, 2013

Choto Choto Shopner Nil Megh(ছোট ছোট স্বপ্নের নীল মেঘ)

শিরোনামঃ ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কন্ঠঃ নচিকেতা
মুভিঃ হঠাৎ বৃষ্টি
———————————————-
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
কখনো আলো-ছায়ার খেলা
কখনো শুধুই আঁধার(২)
কোথাও থামে ভেজা সহনি
কোথাও ফুলের বাহার।
কোথাও চেতনা পাহাড় ভাঙ্গে
কোথাও বিপন্ন কৃষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
কখনো হৃদয় ভাঙ্গার খেলা
কখনো সেতু গড়ার (২)
কখনো নিজ নিকেতনে মন
কখনো কখনো সবার।
কোথাও চাওয়ার হিসেব মেলে না
কোথাও না পাই সন্তুষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)

Mone Porle (মনে পড়লে)

শিরোনামঃ মনে পড়লে
কথাঃ অংশুমান চক্রবর্তী
কন্ঠঃ অরিজিৎ সিং
সুরঃ ইন্দ্রদীপ দাসগুপ্ত
মুভিঃ হাওয়া বদল



 মনে পড়লে অকারণ
কাউকে বলা বারণ
রিমঝিমঝিম বরষায়
তুই আজ ভেজার কারণ
মেঘেদের ডাকবাক্সে
তোর চিঠি পৌছে দিলাম
হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায়
রুমাল শুকায় জলের আরামে
ঘুম এসে যায়।
লাস্ট ট্রেন হলে মিস
তোর কাছে করি আব্দার
একজোড়া ট্রাম তার
তুই পাখিদের সংসার
রাতজাগা নাকি
তোর ঘুমে পাঠালাম।
হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায়
রুমাল শুকায় জলের আরামে
ঘুম এসে যায়।
এই বাসস্টপ কেউ নেই
তুই ভেসে আসা গান
দলছুট পাখিদের তুই হলি
খোলা আসমান
ভর দিয়ে তোর ডানায়
নতুন উড়াল দিলাম।
হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায়
রুমাল শুকায় জলের আরামে
ঘুম এসে যায়।

Bhoy Dekhas Na Please (ভয় দেখাস না প্লিজ)

শিরোনামঃ ভয় দেখাস না প্লিজ
কথাঃ অংশুমান চক্রবর্তী
কন্ঠঃ সুনিধি চৌহান / অরিজিৎ সিং / মোহন(অগ্নি ভার্সন)
সুরঃ ইন্দ্রদীপ দাসগুপ্ত
মুভিঃ হাওয়া বদল

ভয় দেখাস না প্লিজ
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর দু চোখের রোদ
ফিরতে মানা করবে সেই, ভয় পাই
এই শরীরটাই যা তুই চিনিস
বাদ বাকী,আমি আনকোরা
জোর করে তবু সই পাতাই
গল্প বানাই, মন গড়াই
আমার অন্য রাজ্যপাট
আমি ঘর পালানো পাখির ছদ্মবেশ
তোর কাঁধেতে বসে
আর গান শোনাবো, পাই যদি আদেশ

অনেক রাতের পর,
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরবো ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।
ভুলে গেলে তুই
হাতড়ে ফিরবো অন্ধকারের গান,
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান।
তুই এক ফালি আকাশ,
আমি ভুল করে ঢোকা একলা শঙ্খচিল।
তুই আমার বাতাস, তবু ফিরতে হবে বল দেখি মুশকিল
জানি ফেরার পর তুই আমায়, হাটতে দেখলেও চিনবি না
তোর দেওয়া এই ডাকনামে ভুল করেও আর ডাকবি না।
শুধু কোন বাদলা দিনের ভোর,
তোর স্বপ্নে উড়বে কাঁচপোকাদের ভুল
ঘুমে কাঁদবি তুই,আর গুনব আমি বদলানোর মাশুল।
অনেক রাতের পর,
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরবো ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী।
ভুলে গেলে তুই
হাতড়ে ফিরবো অন্ধকারের গান,
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান।
ভয় দেখাস না প্লিজ
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর দু চোখের রোদ
ফিরতে মানা করবে সেই, ভয় পাই

Joy Shotter Joy(জয় সত্যের জয়) By Anindita Brishti From The Movie Guerrilla

শিরোনামঃ জয় সত্যের জয়
গীতিকারঃ ড. এনামুল হক
কন্ঠঃ অনিন্দিতা বৃষ্টি
সুরকারঃ শহীদ আলতাফ মাহমুদ
সঙ্গীত পরিচালকঃ শিমুল ইউসুফ
মুভিঃ গেরিলা


জয় সত্যেরও জয়, জয় প্রেমেরও জয়
জয় মুক্তির বীর সেনানীর জয়
সত্যেরও জয়, জয় প্রেমেরও জয়
জয় মুক্তির বীর সেনানীর জয়
সত্যেরও জয়
জয় সৃষ্টির অনুক্ত উচ্ছাস
জয় বিশ্বের মুখরবিশ্বাস
জয় সৃষ্টির অনুক্ত উচ্ছাস
জয় বিশ্বের মঙ্গল ও বিশ্বাস
জয় শান্তিরও জয়, জয় সাম্যেরও জয়
জয় সে চিত্ত ভেঙ্গেছে যে সংশয়
সত্যেরও জয়
জয় প্রেমেরও জয়
জয় মুক্তির বীর সেনানীর জয়
সত্যেরও জয়

Tepantorer Mathe(তেপান্তরের মাঠে) | Nazrul Geeti(নজরুল গীতি)

শিরোনামঃ তেপান্তরের মাঠে
নজরুল গীতি
তেপান্তরের মাঠে বধু হে
একা বসে থাকি
তুমি যে পথ দিয়ে গেছ চলি
তারি ধুলা মাখি হে
একা বসে থাকি
যেমন পা ফেলেছো গিরিপথে
রাঙা পথের ধুলাতে
তেমনি করে আমার বুকে
চরণ যদি বুলাতে
আমি খানিক জ্বালা ভুলতাম
ঐ মানিক বুকে রাখি হে
একা বসে থাকি
আমার খাওয়া-পরায় নাই রুচি আর
ঘুম আসেনা চোখে
ঘুম আসেনা চোখে
আমি বাউরি হয়ে বেড়াই পথে
দেখে হাসে পাড়ার লোকে
হাসে পাড়ার লোকে
আমি তালপুকুরে যেতে নারি
এ কি তোমার মায়া হে
ঐ কালো জলে দেখি
তোমার কালো রুপের ছায়া হে
আমায় কলঙ্কিনি নাম রটিয়ে
তুমি দিলে ফাঁকি হে
একা বসে থাকি
তেপান্তরের মাঠে বধু হে
একা বসে থাকি
একা বসে থাকি
একা বসে থাকি

Thursday, August 22, 2013

Boroshar Prothom Dine(বরষার প্রথম দিনে)

শিরোনামঃ বরষার প্রথম দিনে
কন্ঠঃ  সাবিনা ইয়াসমিন
কথাঃ হুমায়ুন আহমেদ
মুভিঃ দুই দুয়ারী
————————————-
বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয় (২)
বরষার প্রথম দিনে
জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
যদি কোনো দিন আসে জোছোনার আঁচলে ঢাকা
মধুর সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে
জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
ছায়াময়ি কারো সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে

Mathay Porechi Shada Cap (মাথায় পরেছি সাদা ক্যাপ)

শিরোনামঃ মাথায় পরেছি সাদা ক্যাপ
কণ্ঠঃ আগুন
কথাঃ হুমায়ূন আহমেদ
সঙ্গীত পরিচালনাঃ মকসুদ জামিল মিন্টু
মুভিঃ দুই দুয়ারী



মাথায় পরেছি সাদা ক্যাপ
হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ।
ব্যাগ ঝুলিয়েছি কাঁধে
নামবো রাজপথে,
চারিদিকে ঝলমলে রোদ
কেটে যাবে আঁধারের ছায়া-অবরোধ।
চারিদিকে কী আনন্দ,
অতি তুচ্ছ পতঙ্গেরও অপূর্ব জীবন।
হয়তো শিশিরকণারও আছে
শুধু তার একান্ত-একা
আনন্দেরই ক্ষণ।
মাথায় পরেছি সাদা ক্যাপ
হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ।
আমি বলি, এই যে ব্রাদার হ্যালো
আমি কে? এইটুকু আমাকে শুধু বলো।
কোত্থেকে এসেছি আমি, ঠিকানাটা কী
এই জীবনে কী দেখেছি, কী দেখিনি।
দেখেছি মায়াময় দুই দুয়ারী ঘর
সেইখানে বাস করে অশ্রু কারিগর।
তাকে ঘিরে টলমল করে
নীলমণি দুঃখ সাগর।
দুই দুয়ার, খুলে দাও ভাই
অশ্রুর অবসান চাই।
নিয়ে এসো, চারদিকে ঝলমলে রোদ
কেটে যাক আঁধারের ছায়া-অবরোধ।
মাথায় পরেছি সাদা ক্যাপ
হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ।

Wednesday, August 21, 2013

Nodir Opare Ghono Kuasha (নদীর ওপারে ঘন কুয়াশা)

শিরোনামঃ নদীর ওপারে ঘন কুয়াশা
কথাঃ অপর্ণা সেন
সুরঃ দেবজ্যোতি মিশ্র
কন্ঠঃ রুপঙ্কর বাগচী
মুভিঃ গয়নার বাক্স


 নদীর ওপারে ঘন কুয়াশায়
কুশায়ার ফুল কুঁড়াতে এলে
মাঝখানে আজ বহমান পানি রচে ব্যবধান
রচে ব্যবধান তোমার আমার,
রচে ব্যবধান দুই বাংলার
তাই কি এলে
ওপারের মেয়ে সব কাজ ফেলে
তাই কি এলে
কুয়াশার সেতু বাধবে বলে
তাই কি এলে
রেলগাড়ি ওই চলে গেল শোন রাত্রি চিড়ে
কথা ডুবে গেলো অতল তিমিরে
অপলক তুমি চেয়ে আছ মুখে
অপরিচিতা
কুয়াশায় গড়া অলিক মানবী
কুয়াশাবৃতা
ভেঙে-ভেঙে যায় কুয়াশার সেতু,
উঠেছে হাওয়া
মুহূর্ত যায় ছিঁড়ে
চলে গেলে গল্প-কায়া
পাগল হাওয়া
রক্তে জোয়ার হল দুর্বার
তোমাকে চাওয়া, তোমাকে চাওয়া।
কাফের, তোমাকে ভালবাসলাম বলে
ছায়া মরে গেল,
তারা নিভে গেল,
সাগর উঠল জ্বলে
মহাকাশ জুড়ে উল্কাবৃষ্টি,
শিহরিত হল সকল সৃষ্টি
পাহাড় পড়ল টলে
এ দুঃসময়, এ ঘোর প্রলয়,
কেবল তোমাকে ভালবাসলাম বলে
কাফের, তোমাকে ভালবাসলাম বলে
অকালবোধনে বসন্ত এল,
কৃষ্ণচূড়া অবনত হল ফুলে।
চরাচর জুড়ে এল হাওয়া উত্তাল,
নাচে ধমনীতে শোণিতের স্রোতে উদ্দাম মহাকাল,
কাফের, তোমাকে ভালবাসলাম বলে।

Jak Na Ure(যাক না উড়ে) By Milon Mahmud/Habib Wahid From The Movie Eito Prem

শিরোনামঃ যাক না উড়ে
কন্ঠঃ মিলন মাহমুদ
কথাঃ সোহেল আরমান
সুরঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ এইতো প্রেম


যাক না উড়ে, যাক না উড়ে
যদি বনের পাখি, যদি বনের পাখি
পোষ না মানে, মনেরই ঘরে
যাক না উড়ে, যাক না উড়ে
তবু তারে রাখিস ধরে
হৃদয় জুড়ে যতন করে
পাখি তোরেই বাসবে ভালো
আসবে ফিরে, আসবে ফিরে
কাছে থাকলে বুঝবি কিরে
ওরে অবুঝ মন
এক দূরবীন দূরে গেলে
চিনবি আপনজন
তবু তারে রাখিস ধরে
হৃদয় জুড়ে যতন করে
পাখি তোরেই বাসবে ভালো
আসবে ফিরে, আসবে ফিরে
মায়ার জালে ঘুরবি মিছে
একা হবি যখন
এক আসমান উড়ে যাবে
মেঘলা রংঙের মন
তবু তারে রাখিস ধরে
হৃদয় জুড়ে যতন করে
পাখি তোরেই বাসবে ভালো
আসবে ফিরে, আসবে ফিরে

Pathorer Prithibite Kacher Hridoy(পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়)

শিরোনামঃ পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
কন্ঠঃ তপন চৌধূরী ও শাকিলা জাফর
মুভিঃ ঢাকা ৮৬
পরিচালকঃ শফিকুর রহমান শফিক

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না(২)
মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না
সোনার জাতি তারাই খোঁজে যারা হৃদয়টাকে চেনে না
ভালোবাসার অনুভবে দুচোখভরা স্বপ্ন রবে
আরতো কিছুই চাই না
তবু প্রেমেরতো শেষ হবে না
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
কুঁড়েঘরে চাঁদের আলো যদি ঝরে পড়েগো অঝরে
সোনার পালঙ্ক চাইনা আমি যদি রাখো জড়িয়ে আদরে
তাজমহলের শ্বেতপাথরে, রাইখা গেলাম খোদাই করে
দুটি নামের ঠিকানা
তবু প্রেমেরতো শেষ হবে না
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না(২)
লা লা লা লা লা লা………

Hridoye Amar Bangladesh(হৃদয়ে আমার বাংলাদেশ) By Habib Wahid/Arfin Rumey/Pradeep Kumar

শিরোনামঃ হৃদয়ে আমার বাংলাদেশ
কথাঃ সোহেল আরমান
কন্ঠঃ হাবিব ওয়াহিদ/ আরফিন রুমি/ প্রদীপ কুমার
কম্পোজারঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ এইতো প্রেম
হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই
আমার বাংলাদেশ
স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো
মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে
মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে
স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো
জাগো বাঙ্গালি জাগো
জাগো বাঙ্গালি জাগো
মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে
মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে
সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে
স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো
জাগো বাঙ্গালি জাগো

Ghum Gari(ঘুম গাড়ি)

শিরোনামঃ ঘুম গাড়ি
কন্ঠঃ অর্নব
মুভিঃ দীপ নেভার আগে
চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি (২)
শুইয়্যা একজন আজ দিবে পাড়ী
রাইখা স্বাদের বসত বাড়ী (২)
স্বাধের সংসার পিছে থুইয়্যা
আজ দেবে পাড়ী (২)
চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি
ঘুম গাড়ি তোর যায়রে চইলা
আট পায়েতে কইরা ভর
আট কুঠুরী নয় দরজা
বন্ধ হইল চিরতর (২)
জমিন আছে ছাদ যে তাহার নাই
সাড়ে তিন হাত কইরা মাটির ঠাই (২)
প্রাসাদ ছাইড়া কেমনে শুইলা মাটির ঘুম ঘরে
হায় রে
প্রাসাদ ছাইড়া কেমনে শুইলা মাটির ঘুম ঘরে
চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি (২)

Bojhena Shey Bojhena (বোঝেনা সে বোঝেনা)

শিরোনামঃ বোঝেনা সে বোঝেনা
কন্ঠঃ অরিজিত সিং
কথাঃ প্রসেন
সুরঃ ইন্দ্রদীপ দাসগুপ্ত
মুভিঃ বোঝেনা সে বোঝেনা
———————————————————
বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেঘে ঢাকতে,
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়,
তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা,
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা
পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে, তার অন্য অন্য ডাকনাম,
তাকে নিত্যনতুন যত্নে কে সাজায়,
সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি
আর হাঁটছি যেদিকে আমার দু-চোখ যায়
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা
আজ সব সত্যি মিথ্যে,দিন বলছে যেতে যেতে,
মন গুমরে গুমরে মরছে কি উপায়,
জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না,
কেন এমন রাত্রি নামছে জানলায়
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা
এটা গল্প হলেও পারতো, পাতা একটা আধটা পড়তো,
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে,
জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা,
ফের চলে যাবে করে একলা আমাকে
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা

Tomay Dekhle Mone Hoy(তোমায় দেখলে মনে হয়) By Andrew Kishor & Konok Chapa From The Movie Biyer Phul

শিরোনামঃ তোমায় দেখলে মনে হয়
কন্ঠঃ এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
সঙ্গীত পরিচালকঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
মুভিঃ বিয়ের ফুল

তোমায় দেখলে মনে হয়
হাজার বছর তোমার সাথে
ছিল পরিচয় বুঝি
ছিল পরিচয়
ও…স্বর্গ থেকে পৃথিবীতে
এলাম তোমার কাছে
তোমার সাথে জীবন মরণ
যেন লেখা আছে
শুধু আমি ছাড়া পৃথিবীতে
তুমি কারো নও বুঝি
তুমি কারো নও
ও…বুকের জমিনে তুমি
বাঁধো প্রেমের বাসা
তোমায় নিয়ে মনে আমার
কত রঙিন আশা
আমার জন্ম যেন তোমার জন্যে
মনটা শুধু কয়

Bariye Dao(বাড়িয়ে দাও)

শিরোনাম : বাড়িয়ে দাও
কন্ঠঃ অনুপম রায়
কথাঃ অনুপম রায়
সঙ্গীতঃ অনুপম রায়
মুভিঃ চলো পাল্টাই   


বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।
কিভাবে কাঁচের দেয়াল,
যেন আটকে থেকে যায়
কখনো ফুরোয় কথায়।
অনেক সন্ধ্যাবেলায়,তোমার ক্লান্ত চুলের হাত,
ছোঁয়াও আমার মাথায়।
এখন, কৃষ্ণচূড়ার আলো
আমাদের রাস্তা সাজানো
ও…ও….হো…হো…
তোমার পাশেই আমায় পাবে,
তোমার রক্তে বানানো,
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।
মনের ভেতর ঘরে,
কিছু পাথর জমানো
ভাঙতে চাইছি যখন।
পাহাড় বরফ ঢেলে মুহূর্ত গলানো
হয়তো যাবে তখন।
এখন, কৃষ্ণচূড়ার আলো
আমাদের রাস্তা সাজানো
ও…ও….হো…হো…
তোমার পাশেই আমায় পাবে,
তোমার রক্তে বানানো,
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।

Tuesday, August 20, 2013

Mayabono Biharini (মায়াবন বিহারিনী)

শিরোনামঃ মায়াবন বিহারিনী
রবীন্দ্রসঙ্গীত

কন্ঠঃ সমলতা আচার্য
মুভিঃ বেডরুম



মায়াবনবিহারীনি হরিনী
গহনস্বপনসঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ অকারণ।
থাক্‌ থাক্‌ নিজমনে দূরেতে,
আমি শুধু বাঁশরীর সুরেতে
পরশ করিব ওর প্রাণমন
অকারণ।
চমকিবে ফাগুনের পবনে,
পশিবে আকাশবানী শ্রবণে,
চিত্ত আকুল হবে অনুখন
অকারণ।
দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব-
বাঁধনবিহীন সেই যে বাঁধন
অকারণ।

Ekbar Bol(একবার বল)

শিরোনামঃ একবার বল
কন্ঠঃ অনুপম রায়
কথাঃ অনুপম রায়
সঙ্গীতঃ অনুপম রায়
মুভিঃ বাইশে শ্রাবণ
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ
সেখানেই মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারি অভ্যেস।
যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘাস
সেখানেই ছুটবো ভাবি কিনব গল্প ভুল হবে বলার।
এই বুঝি ফসকাল হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।
প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে
একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই
যেভাবে দৃশ্য অনেক গিলছে আমায় রোজ
সেভাবেই আড়াল পেলে ভাঙছি আমি হচ্ছি যে নিখোঁজ।
যেখানে ডাক পাঠালে মৃত দেহের ভিড়
সেখানেই তুলছি ছবি , টলছি নেশায় আসছি আবার ফিরে।
এই বুঝি ফসকাল হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।
প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে।
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, তোর কেউ নেই
একবার বল একবার বল একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই
এ…হে তোর কেউ নেই, ও…হো তোর কেউ নেই আ…হা…

Keu Prem Kore

শিরোনামঃ কেউ প্রেম করে
কন্ঠঃ এস আই টুটুল
মুভিঃ ব্যাচেলর
——————————–
কেউ প্রেম করে,
কেউ প্রেমে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
আগেতো হয়নি এমন,
মন করে কেমন কেমন
ইচ্ছেরা যে উড়াল মারে,
কোথায় বারে বারে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
স্বপ্ন দেখি একা আমি,
হায়রে আজব পাগলামি
আমার হয়ে গেল কী যে,
উলট পালট আমি নিজে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
G_______________Em___________
Keu prem kore, keu preme pore
C______________D_____G_____________
Amar hoyeche konta, janena ai monta (II)
C______________D__________
Keu vul kore keu vule pore
C______________D_____G_____________
Amar hoyeche konta, janena ai monta
G____________________Em________________
Age to hoyni emon, mon kore kemon kemon
Am__________________C____________D
Ichhera ural mare kothay bare bare (II)
C______________D__________
Keu vul kore keu vule pore
C______________D_____G_____________
Amar hoyeche konta, janena ai monta(II)
G_____________________Em________________
Shopno dekhi aka ami, hayre ajob paglami
Am____________________C_______________D
Amar hoye gelo kije, ulot palot ami nije (II)
C______________D__________
Keu vul kore keu vule pore
C______________D_____G_____________
Amar hoyeche konta, janena ai monta (II)

Bhindeshi Tara

শিরোনামঃ ভিনদেশী তারা
কন্ঠঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়
কথাঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্জ
সুরঃ শান্তনু মৌত্র
মুভিঃ অন্তহীন






আমার ভিনদেশী তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্পো বলো কাকে
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতই ভালো
আমি একলাটি পথ হাটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথাখানি
তোমার কিসের এতো তাড়া
সে রাস্তা পার হবে সাবধানি
তোমার গায়ে লাগেনা ধুলো
আমার দু-মুঠো চাল চুলো
তোমার গায়ে লাগেনা ধুলো
আমার দু-মুঠো চাল চুলো
রাখো শরীরে হাতে যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ী
আমি পাইনা ছুতে তোমায়
আমার একলা লাগে ভারী
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ী
আমি পাইনা ছুতে তোমায়
আমার একলা লাগে ভারী(২)
হুম হুম………………

Jao Pakhi(

শিরোনামঃ যাও পাখি
কন্ঠঃ শ্রেয়া ঘোষাল
কথাঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্জ
সুরঃ শান্তনু মৌত্র
মুভিঃ অন্তহীন




যাও পাখি বলো হাওয়া ছলোছলো
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রূপকথা আনাচ কানাচ
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি ,
জলে হারিয়েছি কানসোনা কি ?
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ
যাও পাখি বলো হাওয়া ছলোছলো
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রূপকথা আনাচ কানাচ
যাও পাখি বলো হাওয়া ছলোছলো
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রূপকথা আনাচ কানাচ
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি ,
জলে হারিয়েছি কানসোনা কি ?
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ
যাও পাখি বলো হাওয়া ছলোছলো
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে
হুম……
যাও পাখি বলো হাওয়া ছলোছলো
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রূপকথা আনাচ কানাচ
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি ,
জলে হারিয়েছি কানসোনা কি ?
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ
যাও পাখি বলো হাওয়া ছলোছলো
আবছায়া জানলার কাঁচ

Pherari Mon (By Sreya Ghoshal/Babul Supriyo From The Movie Antaheen With Guitar Chords)

শিরোনামঃ ফেরারি মন
কন্ঠঃ শ্রেয়া ঘোষাল, বাবুল সুপ্রিয়
কথাঃ অনিন্দ্য চট্টপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্জ
সুরঃ শান্তনু মৌত্র
মুভিঃ অন্তহীন





আলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায়
চেনা শোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
ধীরে ধীরে মন ঘিরে ঘিরে গান রেখে যায়
কিছু মিছু রাত পিছু পিছুটান ডেকে যায়
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
চেনাশোনা মুখ জানাশোনা হাত রেখে যায়
ধীরে ধীরে মন ঘিরে ঘিরে গান ডেকে যায়
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
ছোট ছোট দিন আলাপে রঙ্গিন নুরিরি মতন
ছোট ছোট রাত চেনা মনটার পলাশের বন আহা
অগোছালো ঘর খড়কুটোময় চিলেকোঠা কোণ আহা হা হা আহা (২)
কথা ছিল হেটে যাবো ছায়াপথ
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
কিছু মিছু রাত পিছু পিছুটান অবিকল
আলো আলো রং জমকালো চাঁদ ঝলমল
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
গুড়ো গুড়ো নীল রং পেনসিল জোছোনার জল
ঝুরো ঝুরো কাচ আগুন ছোঁয়া ঢেকেছে আঁচল আহা
ফুঠপাথ ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায় আহা হা হা আহা (২)
কথা ছিল হেটে যাবো ছায়াপথ
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
আলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায়
চেনা শোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
C
alo alo rong jomkalo chand hoye jay
chena sona mukh janasona hat chuye jay
dhire dhire mon ghire ghire gaan rekhe jay
G
kichu michu raat pichu pichutan deke jay
F        G             C
ajo ache gopon pherari mon
F           G            C
beje geche kakhon se telephone
C
chena sona mukh janasona hat rekhe jay
G
dhire dhire mon ghire ghire gaan deke jay
F        G             C
ajo ache gopon pherari mon
F           G            C
beje geche kakhon se telephone
interlude
C
choto choto din alape rongin nuriri moton
choto choto raat chena mon tar polasher bon aha
F
ogochalo ghar khorkuto moy chile kotha kon aha ha ha aha
C
choto choto din alape rongin nuriri moton
choto choto raat chena mon tar polasher bon aha
F
ogochalo ghar khorkuto moy chile kotha kon
G                          C
katha chilo hete jabo chayapoth
F        G             C
ajo ache gopon pherari mon
F           G            C
beje geche kakhon se telephone
kichu michu raat pichu pichu tan obikol
alo alo chand jamkalo chand jholmol
F        G             C
ajo ache gopon pherari mon
F           G            C
beje geche kakhon se telephone
guro guro nil rong pencil jochonar jal
jhuro jhuro kanch  agun choya dhekeche anchol aha
footpath bhir jahajer dak phire chole jay aha ha  a ha ha
guro…
katha chilo hete jabo chayapoth
ajo ache gopon pherari mon

Sokal Ase Na

শিরোনামঃ সকাল আসে না
কন্ঠঃ শ্রেয়া ঘোষাল
কথাঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্জ
সুরঃ শান্তনু মৌত্র
মুভিঃ অন্তহীন


সকাল আসে না , আয়না হাসে না, জানলা খোলা মেঘ, সে ভালবাসে না
না কিছু ভাবি না, রোদ এলো কিনা, স্নানের জলে গান, আমি না তুমি না
দিনের পাখিরা ছুঁয়েছে ডানা, রাতের পরীরা ভুল ঠিকানা
সকাল আসে না , আয়না হাসে না, একলা খোলা বই, সে ভালবাসে না
জাগে না জাগে না তার চোখ
জাগে না জাগে না তার চোখ
ডেকে দেয়া টুকু আমার হোক, অচেনা এ অবেলায়
জাগে না জাগে না তার চোখ
জাগে না জাগে না তার চোখ
ডেকে দেয়া টুকু আমার হোক, অচেনা এ অবেলায়
দিনের পাখিরা ছুঁয়েছে ডানা, রাতের পরীরা ভুল ঠিকানা
গোধূলি ভাঙ্গা গা, আমি না তুমি না
সকাল আসে না , আয়না হাসে না, একলা খোলা বই, সে ভালবাসে না

Antaheen

শিরোনামঃ অন্তহীন
কন্ঠঃ শান
কথাঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্জ
সুরঃ শান্তনু মৌত্র
মুভিঃ অন্তহীন
সাদাকালো কিছু ডোরাকাটা দাগ
ঐ পেরোচ্ছে রোদ্দুর
ট্রামের তারে আটকা ঘুড়ি
ভাবছে সমুদ্দুর
সাদাকালো কিছু ডোরাকাটা দাগ
ঐ পেরোচ্ছে রোদ্দুর
ট্রামের তারে আটকা ঘুড়ি
ভাবছে সমুদ্দুর
আয়না দিন……অন্তহীন ভাংচুর
আয়না দিন……অন্তহীন ভাংচুর
ব্যস্ত ট্র্যাফিক পাগল মাফিক হরদম রংরুট
কার্নিশজুড়ে বৃষ্টি পাঠায় বিষণ্ণ চিরকুট
আয়না দিন……অন্তহীন ভাংচুর
আয়না দিন……অন্তহীন ভাংচুর
ফুটপাথে শোওয়া লোক রেলিঙের ডালে কাক
কিছু খুচরো ছড়ালো, হারালো কোন অজানাতে
বাসি কিছু বেল ফুল
ছুটি হওয়া ইশকুল
তুমি হেঁটেছ, রেখেছ, বেঁধেছ আঁচল-প্রাতে
অচেনা মুখ এক চুমুক অচেনা চোখ আমার হোক
অচেনা মুখ এক চুমুক অচেনা চোখ আমার হোক
সাদাকালো কিছু ডোরাকাটা দাগ
ঐ পেরোচ্ছে রোদ্দুর
ট্রামের তারে আটকা ঘুড়ি
ভাবছে সমুদ্দুর
আয়না দিন……অন্তহীন ভাংচুর
আয়না দিন……অন্তহীন ভাংচুর
দেখে অফিসের ভিড়, চিল ভেসে আছে স্থির
দূর বাসের পিছনে আজ নগদ আর কাল ধার
কলে চলে এলো জল
মাঠে ভুলে যাওয়া বল
তুমি বুঝেছ, খুজেছ, ঠিকানাবিহীন খালপাড়(২)
অচেনা মুখ এক চুমুক অচেনা চোখ আমার হোক
অচেনা মুখ এক চুমুক অচেনা চোখ আমার হোক
সাদাকালো কিছু ডোরাকাটা দাগ
ঐ পেরোচ্ছে রোদ্দুর
ট্রামের তারে আটকা ঘুড়ি
ভাবছে সমুদ্দুর
আয়না দিন……অন্তহীন ভাংচুর
আয়না দিন……অন্তহীন ভাংচুর

Monday, August 19, 2013

Cholo Brishtite Bhiji

শিরোনামঃ চলো বৃষ্টিতে ভিজি
কথাঃ হুমায়ূন আহমেদ
সুরঃ হাবিব ওয়াহিদ
কন্ঠঃ হাবিব ওয়াহিদ/ সাবিনা ইয়াসমিন/ কনা
মুভিঃ আমার আছে জল
পরিচালকঃ হুমায়ূন আহমেদ
——————————————————–
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান
যদি ডেকে বলি, এসো হাত ধরো
চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে
করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি; জানি আমি জানি
অকারনে তবু কেন কাছে ডাকি
কেন মরে যাই তৃষ্ণাতে
এইই এসো না চলো জলে ভিজি
শ্রাবণ রাতের বৃষ্টিতে
কত না প্রণয়, ভালোবাসাবাসি
অশ্রু সজল কত হাসাহাসি
চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাগাতে
কাছে থেকেও তুমি কত দূরে
আমি মরে যাই তৃষ্ণাতে
চলো ভিজি আজ বৃষ্টিতে
যদি ডেকে বলি, এসো হাত ধরো
চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে
করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি; জানি আমি জানি
অকারনে তবু কেন কাছে ডাকি
কেন মরে যাই তৃষ্ণাতে
এইই এসো না চলো জলে ভিজি
শ্রাবণ রাতের বৃষ্টিতে
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান

Ei Prithibir Pore

শিরোনামঃ এই পৃথিবীর পরে
কথাঃ মুস্তাফিজুর রহমান
সুরঃ সত্য সাহা
কন্ঠঃ সাবিনা ইয়াসমিন
মুভিঃ আলোর মিছিল
——————————–
এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে।
সে কথা কি কোনোদিন
কখনো কারো মনে পড়ে(২)
তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়,
ভাবিনা তো কেউ তারে
চায় কি না চায়(২)
ফুলের প্রাণে, পাখির গানে,
কত না কথা রয় অগোচরে।
এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে।
সে কথা কি কোনোদিন
কখনো কারো মনে পড়ে
সারা নিশি জ্বলে কত
দীপ নিভে যায়,
নিজেরে পোড়ায় ধূপ
গন্ধ বিলায়(২)
দীপের কথা, ধূপের ব্যথা
দীপের কথা, ধূপের ব্যথা
স্মরণ করো কোনো অবসরে।
এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে।
সে কথা কি কোনোদিন
কখনো কারো মনে পড়ে……

Jolshopno

শিরোনামঃ জলস্বপ্ন
কন্ঠঃ পলবাসা সিদ্দিক
কথাঃ রাজীব আশরাফ/ আরাফাত পৃথিবী
অ্যালবাম/নাটকঃ ভালোবাসি তাই
————————————————-
জল কনা উড়ে যায়
পথ ভুলে দূরে যায়
জলজ স্বপ্নে আকা
জল কনা উড়ে যায়
পথ ভুলে দূরে যায়
জল ছবি পাবে পাখা
আষাঢ় মেঘের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চির অচেনা বর্ষায়
সহজাত কৌশলে
ভিজুক আমার এ দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে……
জলের অতলে……
জলজ গল্প লেখা কাগজি
বুনো সবুজ ঘাস
ছড়িয়ে দীর্ঘশ্বাস
যা খোঁজে
ছড়িয়ে দীর্ঘশ্বাস
আষাঢ় মেঘের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চির অচেনা বর্ষায়
সহজাত কৌশলে
ভিজুক আমার এ দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে……
ছুয়ে রোজ জলকনা
হয়ে যায় আনমনা
সহজে……
আষাঢ় মেঘের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চির অচেনা বর্ষায়
সহজাত কৌশলে
ভিজুক আমার এ দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে……
জলের অতলে……
আষাঢ় মেঘের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চির অচেনা বর্ষায়
সহজাত কৌশলে……
তোমার কোন নিঃশ্বাসে
ভিজি আমি বিশ্বাসে
বৃষ্টি হয়ে ছুয়ে যাই
আমার মত করে….

Tumi Je Khoti Korla Amar

শিরোনামঃ তুমি যে ক্ষতি করলা আমার
কন্ঠঃ রুমেল
নাটকঃ উড়োজাহাজ
কন্ঠঃ রাজীব
অ্যালবামঃ একলা মানুষ

----------------------------------
তুমি যে ক্ষতি করলা আমার
আল্লায় করবে তোমার বিচার
আমার আল্লায় করবে তোমার বিচার।
তুমি অনেক দিন কাঁন্দাইলারে বন্ধু
অনেক দিন কাঁন্দাইলারে বন্ধু
কাঁন্দাইও না বেশি আর
আল্লায় করবে তোমার বিচার।(২)
আমি হইলাম তোমার বন্ধু
তুমি হইলা কার (হায়রে)
তুমি হইলা কার
তোমার জন্যে এত করলাম
কি দাম দিলা তুমি তার?(২)
আল্লায় করবে তোমার বিচার।
আমার ঘরে আগুন দিয়া
তুমি হইলা বাইর
সেই আগুন জ্বইলারে বন্ধু (হায়রে)
খুঁজি তোমায় বারে বার
আল্লায় করবে তোমার বিচার।(২)

Sunday, August 18, 2013

any bangla hot model


shakib khan or joya lip kiss



new model trisha


dhaka night party girl


bangla model girl backless blouse


Primo Walpad 7 with Aluminium body, 1.2 Ghz Quad-core CPU, 7" HD IPS

 
 
 
Basic information
Operating System: Android 4.2 (jelly bean)
Processor: 28nm Quad-Core 1.2GHz
GPU: PowerVR SGX 544
RAM: 1GB
Storage space: 8GB

Network parameters
Network type: UMTS + GSM
Network band: GSM850/900/1800/1900MHz, UMTS 900/2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSDPA / HSPA+

Screen parameters
Screen size: 7-inch
Resolution: HD (1280 × 800)
Touch Type: Capacitive touch screen
Screen type: IPS


External Memory: Support Micro SD card, up to 32GB

Camera
Sensor: CMOS
Rear camera: 5.0 Mega pixels
Front camera: 2.0 Mega pixels
Video recording: Full HD (1080p) (1920x1080)


Connectivity
WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2
USB on The Go (OTG),
Wireless Display Sharing

Sensors:
Motion sensors: All in one Sensor with LE Technology.
Light sensors: Light (Brightness), Proximity,
GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function


Battery: 4000 mAh

Weight: 350g (with battery)
Dimension: 189 X 115.5 X 8.6 mm

Release date: 1st week of September (approximately)***

** Please call our Customer Care Center for more details or any questions.
Contact numbers: 09612316267 (from all operators); 16267 (Airtel user only) (9 AM to 10 PM)
 
 
 

Dj sonica some new picture








RJ Nowshin Nahrin new picture


Biporite

শিরোনামঃ বিপরীতে
কথাঃ সাফায়েত মনসুর রানা
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
নাটকঃ রিভিশন
সঙ্গীতায়োজনঃ জায়েদ জুবায়ের

 -----------------------------------------
সরে যাচ্ছি বহুদূরে, তুমি যাচ্ছ বিপরীতে
আবেগ বাড়ছে বহু গুণ, আবেগ হচ্ছে করুণ
শহর হারায় ঠিকানা, বিলীন হয় সীমানা
স্মৃতিরা উড়ছে অবিরল, ঠিকানা পাচ্ছে পরিণয় (২)
পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে
কাছাকাছি তবু যাচ্ছি বহুদূরে (২)
সরে যাচ্ছি বহুদূরে, তুমি যাচ্ছ বিপরীতে
গল্প হারায় প্রণয়, জীবন হারায় সময়
রং হয় বিলীন, কষ্ট বাড়ে সীমাহীন
বলা হবে কি সে গল্প?
ছাড়া পাবে কি সে কষ্ট?
ফিরে পাবো কি সেই সময়?
পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে
কাছাকাছি তবু যাচ্ছি বহুদূরে (২)
সরে যাচ্ছি বহুদূরে, তুমি যাচ্ছ বিপরীতে

Se Je Bose Ache (By Arnob From The Album Chaina Bhabish/ From Natok: Off Beat)

শিরোনামঃ সে যে বসে আছে
কন্ঠঃ অর্নব
কথাঃ সাহানা বাজপেয়ী
সুরঃ অর্নব
সঙ্গীতঃ অর্নব
নাটকঃ অফবিট
অ্যালবামঃ চাইনা ভাবিস


সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পার বুঝতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পার বুঝতে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন
সে যে বসে আছে … সে যে বসে আছে
সে যে বসে আছে … সে যে বসে আছে

Hothat Eshechile

শিরোনামঃ হঠাৎ এসেছিলে
কন্ঠঃ তাহসান
কথাঃ রিফাত
সুরঃ সাজিদ
টেলিফিল্মঃ মনসুবা জংশন
——————————
হঠাৎ এসেছিলে চোখের আলোতে
হারিয়ে ফেলেছি এক ঝলকে
তবুও তুমি ছিলে চোখের কোণে
আগলে রেখেছি বড় যতনে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
এটাই কি প্রণয়ের অনুভূতি
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান
তাই ভুলে গেছি যা পিছুটান
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন
তোমায় ঘিরে যে কত বেদনা
এসো না তুমি আঁধার ভুলে আলোতে
জড়িয়ে নিবো মায়ার চাদরে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।

Megher Pore

শিরোনামঃ মেঘের পরে
কন্ঠঃ তাহসান
সুরঃ সাজিদ
টেলিফিল্মঃ মন ফড়িং এর গল্প
—————————–
বুঝিনি এতটুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভীড়ে
তুমি প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়া-প্রেম
বুঝতে দাও নি কোন আমাকে
সাজিয়েছো যা হৃদয়ে
ছাঁয়া হয়ে ছিলে পাশে
বল কি করে যাবো তোমায় রেখে