Sunday, August 18, 2013

Biporite

শিরোনামঃ বিপরীতে
কথাঃ সাফায়েত মনসুর রানা
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
নাটকঃ রিভিশন
সঙ্গীতায়োজনঃ জায়েদ জুবায়ের

 -----------------------------------------
সরে যাচ্ছি বহুদূরে, তুমি যাচ্ছ বিপরীতে
আবেগ বাড়ছে বহু গুণ, আবেগ হচ্ছে করুণ
শহর হারায় ঠিকানা, বিলীন হয় সীমানা
স্মৃতিরা উড়ছে অবিরল, ঠিকানা পাচ্ছে পরিণয় (২)
পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে
কাছাকাছি তবু যাচ্ছি বহুদূরে (২)
সরে যাচ্ছি বহুদূরে, তুমি যাচ্ছ বিপরীতে
গল্প হারায় প্রণয়, জীবন হারায় সময়
রং হয় বিলীন, কষ্ট বাড়ে সীমাহীন
বলা হবে কি সে গল্প?
ছাড়া পাবে কি সে কষ্ট?
ফিরে পাবো কি সেই সময়?
পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে
কাছাকাছি তবু যাচ্ছি বহুদূরে (২)
সরে যাচ্ছি বহুদূরে, তুমি যাচ্ছ বিপরীতে

No comments:

Post a Comment