Thursday, August 22, 2013

Boroshar Prothom Dine(বরষার প্রথম দিনে)

শিরোনামঃ বরষার প্রথম দিনে
কন্ঠঃ  সাবিনা ইয়াসমিন
কথাঃ হুমায়ুন আহমেদ
মুভিঃ দুই দুয়ারী
————————————-
বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয় (২)
বরষার প্রথম দিনে
জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
যদি কোনো দিন আসে জোছোনার আঁচলে ঢাকা
মধুর সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে
জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
ছায়াময়ি কারো সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে
বরষার প্রথম দিনে

No comments:

Post a Comment