wallpaper hot bangla xxx photo bangla six photo bangla saxy photo bd dress bangladeshi hot photo bengali hot picture bengali bf photo bengali hot photo bangla wallpaper bd hot photo yellow wallpaper bengali boudi photo hindi video hd winnie the pooh wallpaper bangla sixe photo bangla sxy hindi video song bangla new sms hot women wallpaper bengali actress hot photo hd hindi video hindi video songs hd hot boudi photo bangladeshi hot picture
Friday, August 30, 2013
Tuesday, August 27, 2013
Tumi Asbe Bole (তুমি আসবে বলে)
শিরোনামঃ তুমি আসবে বলে
কন্ঠঃ সোমলতা আচার্য্য চৌধুরী
সুরঃ নীল দত্ত
সঙ্গীত পরিচালকঃ নীল দত্ত
মুভিঃ রঞ্জনা আমি আর আসবো না
----------------------------------------
তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়
দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া ঢেকে যায়
কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদা
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন, আশা করে যায়
সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা আঁটে আমি আঁটি না
চোখে নিয়ে স্বপ্ন, বুকে নিয়ে অনেক অনেক কথা
আমার বয়স বাড়ে, আমি বাড়ি না
তুমি আসবে বলে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর বেকার কিছু মানুষ মরে যায়
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন, আশা করে যায়
কন্ঠঃ সোমলতা আচার্য্য চৌধুরী
সুরঃ নীল দত্ত
সঙ্গীত পরিচালকঃ নীল দত্ত
মুভিঃ রঞ্জনা আমি আর আসবো না
----------------------------------------
তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়
দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া ঢেকে যায়
কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদা
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন, আশা করে যায়
সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা আঁটে আমি আঁটি না
চোখে নিয়ে স্বপ্ন, বুকে নিয়ে অনেক অনেক কথা
আমার বয়স বাড়ে, আমি বাড়ি না
তুমি আসবে বলে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর বেকার কিছু মানুষ মরে যায়
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন, আশা করে যায়
Monday, August 26, 2013
Du Dikei Boshobash (দু দিকেই বসবাস)
শিরোনামঃ দু দিকেই বসবাস
কন্ঠঃ ন্যান্সি
সুরঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ প্রজাপতি
———————————
দুই দিকেই বসবাস দুই দিকেই টান
ফিরবো কোন পাড়ে এই মন টানে দুই ধারে
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান
এক পাড়ে আছে মন ওই পাড়ে অন্তর(২)
দু পাড়েই তোলে বুকে অচেনা এক ঝড়
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান
এক মনে দুই জন বেধে আছে ঘর(২)
পারেনা মন কাউকে করে দিতে পর
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান
কন্ঠঃ ন্যান্সি
সুরঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ প্রজাপতি
———————————
দুই দিকেই বসবাস দুই দিকেই টান
ফিরবো কোন পাড়ে এই মন টানে দুই ধারে
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান
এক পাড়ে আছে মন ওই পাড়ে অন্তর(২)
দু পাড়েই তোলে বুকে অচেনা এক ঝড়
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান
এক মনে দুই জন বেধে আছে ঘর(২)
পারেনা মন কাউকে করে দিতে পর
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান
Doob(ডুব) By Habib Wahid From The Movie Projapoti
শিরোনামঃ ডুব
কন্ঠঃ হাবিব ওয়াহিদ
সুরঃ হাবিব ওয়াহিদ
পরিচালনাঃ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
মুভিঃ প্রজাপতি
---------------------------------------------------
তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন-যাপন স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা
সারা নিশি ভিজবো দুজন ছাদে, ঝরা জলে
সারা নিশি ভিজবো দুজন ছাদে, ঝরা জলে
সবুজ সুখে করবো কুজন নীল আকাশের তলে
পাঁজর দিয়ে আগলে রবো তোমায় সারা জীবন
সূর্য ছোঁবে রাতের অধর, ঝরবে নরম আলো
নামবো তোমার চোখের ভেতর, বাসবো তোমায় ভালো
মনের সবুজ সুতো দিয়ে বুনবো অনেক স্বপন
তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন-যাপন স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা
কন্ঠঃ হাবিব ওয়াহিদ
সুরঃ হাবিব ওয়াহিদ
পরিচালনাঃ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
মুভিঃ প্রজাপতি
---------------------------------------------------
তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন-যাপন স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা
সারা নিশি ভিজবো দুজন ছাদে, ঝরা জলে
সারা নিশি ভিজবো দুজন ছাদে, ঝরা জলে
সবুজ সুখে করবো কুজন নীল আকাশের তলে
পাঁজর দিয়ে আগলে রবো তোমায় সারা জীবন
সূর্য ছোঁবে রাতের অধর, ঝরবে নরম আলো
নামবো তোমার চোখের ভেতর, বাসবো তোমায় ভালো
মনের সবুজ সুতো দিয়ে বুনবো অনেক স্বপন
তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন-যাপন স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা
Choto Shopno(ছোট স্বপ্ন)
শিরোনামঃ ছোট স্বপ্ন
কথাঃ শফিক তুহিন
কন্ঠঃ কুমার বিশ্বজিৎ/হাবিব ওয়াহিদ
সুরঃ হাবিব ওয়াহিদ
পরিচালনাঃ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
মুভিঃ প্রজাপতি
ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা
হৃদয় গভীরে অচেনা ভালোবাসা
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প (২)
রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন
এই মন তোমারি আশায় স্বপ্নে বিভোর সারাক্ষন (২)
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প
Girl you are so fine
And I say goodbye to night and day
You are my only, when I’m so lonely
You are my everything
অজানা ছিল দুটি পথ আজকে একি ঠিকানায়
উষ্ণ সুখের বরষায় মগ্ন রব দুজনায় (২)
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প
কথাঃ শফিক তুহিন
কন্ঠঃ কুমার বিশ্বজিৎ/হাবিব ওয়াহিদ
সুরঃ হাবিব ওয়াহিদ
পরিচালনাঃ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
মুভিঃ প্রজাপতি
ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা
হৃদয় গভীরে অচেনা ভালোবাসা
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প (২)
রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন
এই মন তোমারি আশায় স্বপ্নে বিভোর সারাক্ষন (২)
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প
Girl you are so fine
And I say goodbye to night and day
You are my only, when I’m so lonely
You are my everything
অজানা ছিল দুটি পথ আজকে একি ঠিকানায়
উষ্ণ সুখের বরষায় মগ্ন রব দুজনায় (২)
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প
Projapoti (প্রজাপতি)
শিরোনামঃ প্রজাপতি
কন্ঠঃ কনা/হাবিব ওয়াহিদ
কথাঃ কবির বকুল
সুরঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ প্রজাপতি
———————————
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
এক মুঠো জোনাকি দাও ছড়িয়ে
আলোর চাদরে দিয়ে নাও জড়িয়ে
এক মুঠো জোনাকি দেবো ছড়িয়ে
আলোর চাদর দিয়ে নেবো জড়িয়ে
নিবির পিছুপিছু সাধের কিছু কিছু
হৃদয় দেয়া নেয়ার সম্মতি
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
হাত ধরে দুজনে চল হারাবো
না হয় নিষেধ ভুলে দু‘পা বাড়াবো(২)
করে পাশাপাশি
ভালবাসাবাসি
ভালবাসায় বল কি ক্ষতি
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
কন্ঠঃ কনা/হাবিব ওয়াহিদ
কথাঃ কবির বকুল
সুরঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ প্রজাপতি
———————————
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
এক মুঠো জোনাকি দাও ছড়িয়ে
আলোর চাদরে দিয়ে নাও জড়িয়ে
এক মুঠো জোনাকি দেবো ছড়িয়ে
আলোর চাদর দিয়ে নেবো জড়িয়ে
নিবির পিছুপিছু সাধের কিছু কিছু
হৃদয় দেয়া নেয়ার সম্মতি
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
হাত ধরে দুজনে চল হারাবো
না হয় নিষেধ ভুলে দু‘পা বাড়াবো(২)
করে পাশাপাশি
ভালবাসাবাসি
ভালবাসায় বল কি ক্ষতি
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
স্বপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
Leave
Sunday, August 25, 2013
Valobasha Tomar Ghore(ভালোবাসা তোমার ঘরে) By Abida From The mOvie Phire Esho Behula
শিরোনামঃ ভালোবাসা তোমার ঘরে
শিল্পীঃ আবিদা
লিরিক্সঃ আবিদা
টিউনঃ আবিদা
মিউজিকঃ অর্নব/সাদ
মুভিঃ ফিরে এসো বেহুলা
--------------------------------------------------
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
চোখের কোণে যত্ন করে জমিয়ে রাখা স্বপ্নগুলো নতুন করে বেঁচে উঠুক
দু’চোখ ভরে দেখবে তখন আকাশ তোমার বাড়ছে কেমন
সেই আকাশেই জন্ম নেয়ার, সূর্যটার আলো দেয়ার
ইচ্ছে তোমার বুকের জমিন তীব্রভাবে স্পর্শ করুক…
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
শিল্পীঃ আবিদা
লিরিক্সঃ আবিদা
টিউনঃ আবিদা
মিউজিকঃ অর্নব/সাদ
মুভিঃ ফিরে এসো বেহুলা
--------------------------------------------------
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
চোখের কোণে যত্ন করে জমিয়ে রাখা স্বপ্নগুলো নতুন করে বেঁচে উঠুক
দু’চোখ ভরে দেখবে তখন আকাশ তোমার বাড়ছে কেমন
সেই আকাশেই জন্ম নেয়ার, সূর্যটার আলো দেয়ার
ইচ্ছে তোমার বুকের জমিন তীব্রভাবে স্পর্শ করুক…
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
Akashe Batase Chal Sathi(আকাশে বাতাসে চল সাথী) By Kavita Krishnamurthy & Sadhana Sargam From The Movie Moner Mahje Tumi
শিরোনামঃ আকাশে বাতাসে চল সাথী
কথাঃ প্রিয় চ্যাটার্জী
কন্ঠঃ কবিতা কৃষ্ণমূর্তি/ সাধনা সারগাম
সঙ্গীত পরিচালকঃ দেবেন্দ্রনাথ চ্যাটার্জী
মুভিঃ মনের মাঝে তুমি
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে…
আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘরে, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পেছনে ফেলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
রিমঝিম বৃষ্টি শেষে সূর্য্য মামা উঠবে হেসে
সে আমার এ দু’চোখে স্বপ্ন ছড়াবে
দেখবো এমন ঘুমের ঘোরে
স্বপ্ন তবু দুচোখ জুড়ে
সে সুখে মনপাখি যে পাখা ঊড়াবে
সুরে সুরে গানে গানে
খুশিতে আজ মন যে দোলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
নীল নীল ঐ আকাশ পথে
দেখা হবে পরীর সাথে
জোছনা দেবে চাঁদ আসলে রাতে
আজকে এ মন যাক হারিয়ে
বন্ধু দিলাম হাত বাড়িয়ে
এভাবে আমরা দুজন থাকবো সাথী
ছন্দে আনন্দে গানে গানে
খুশিতে আজ প্রাণ যে দোলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে…
আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘরে, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পেছনে ফেলে রে
কথাঃ প্রিয় চ্যাটার্জী
কন্ঠঃ কবিতা কৃষ্ণমূর্তি/ সাধনা সারগাম
সঙ্গীত পরিচালকঃ দেবেন্দ্রনাথ চ্যাটার্জী
মুভিঃ মনের মাঝে তুমি
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে…
আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘরে, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পেছনে ফেলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
রিমঝিম বৃষ্টি শেষে সূর্য্য মামা উঠবে হেসে
সে আমার এ দু’চোখে স্বপ্ন ছড়াবে
দেখবো এমন ঘুমের ঘোরে
স্বপ্ন তবু দুচোখ জুড়ে
সে সুখে মনপাখি যে পাখা ঊড়াবে
সুরে সুরে গানে গানে
খুশিতে আজ মন যে দোলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
নীল নীল ঐ আকাশ পথে
দেখা হবে পরীর সাথে
জোছনা দেবে চাঁদ আসলে রাতে
আজকে এ মন যাক হারিয়ে
বন্ধু দিলাম হাত বাড়িয়ে
এভাবে আমরা দুজন থাকবো সাথী
ছন্দে আনন্দে গানে গানে
খুশিতে আজ প্রাণ যে দোলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে…
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে…
আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘরে, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পেছনে ফেলে রে
Pother Klanti Vule(পথের ক্লান্তি ভুলে) By Hemanta Mukhopadhyay
শিরোনামঃ পথের ক্লান্তি ভুলে
ছবিঃ মরিতীর্থ হিংলাজ
কাহিনীঃ শংকু মহারাজ
সুর ও শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
---------------------------------------------
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?
আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
আর আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়
হাসিমুখে সে বেদনা সবো।
কত দূর আর কত দূর বল মা?
চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়
ঐ আকাশে যদি মা কভু ওঠে ঝড়
সে আঘাত বুকে পেতে লবো।
কত দূর আর কত দূর বল মা?
যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো
কত দূর আর কত দূর বল মা?
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?
ছবিঃ মরিতীর্থ হিংলাজ
কাহিনীঃ শংকু মহারাজ
সুর ও শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
---------------------------------------------
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?
আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
আর আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়
হাসিমুখে সে বেদনা সবো।
কত দূর আর কত দূর বল মা?
চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়
ঐ আকাশে যদি মা কভু ওঠে ঝড়
সে আঘাত বুকে পেতে লবো।
কত দূর আর কত দূর বল মা?
যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো
কত দূর আর কত দূর বল মা?
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?
Tumi Ebar(তুমি এবার)
শিরোনামঃ তুমি এবার
কন্ঠঃ সোমলতা আচারিয়া চৌধুরী
কথাঃ সৃজিত মুখার্জি
সুরঃ নীল দত্ত
মুভিঃ মাছ, মিষ্টি ও মোর
সকালের আলো মেখে চার চাকা পায়ে,
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়,
খুঁজে সুর পাবে আবার
সেই হারানো চড়ুইয়ের ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
সকালের আলো মেখে চার চাকা পায়ে,
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়,
খুঁজে সুর পাবে আবার
সেই শিশি বোতল-ওয়ালার ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
কবরের খবর তো নয়,
জ্যান্ত জীবনী
ট্রাফিকের শেষ খোলাপ শোনায়।
হেঁটে গেছো বহুবার,
কিন্তু দেখনি
কিভাবে রোজ সন্ধ্যে ঘনায়।
সেই হাত ছেড়ে সাইকেলের ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
সারাদিন ছুটে মরা,
মিনি-বাসটায়,
কাঁধে মুখ রেখো আবার।
বেঁচে থাকা দিয়ে মাখা,
দই-ফুচকায়,
চেখে সুখ দেখো আবার।
সেই হারানো চড়ুইয়ের ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
কন্ঠঃ সোমলতা আচারিয়া চৌধুরী
কথাঃ সৃজিত মুখার্জি
সুরঃ নীল দত্ত
মুভিঃ মাছ, মিষ্টি ও মোর
সকালের আলো মেখে চার চাকা পায়ে,
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়,
খুঁজে সুর পাবে আবার
সেই হারানো চড়ুইয়ের ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
সকালের আলো মেখে চার চাকা পায়ে,
কবে দূর যাবে আবার
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়,
খুঁজে সুর পাবে আবার
সেই শিশি বোতল-ওয়ালার ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
কবরের খবর তো নয়,
জ্যান্ত জীবনী
ট্রাফিকের শেষ খোলাপ শোনায়।
হেঁটে গেছো বহুবার,
কিন্তু দেখনি
কিভাবে রোজ সন্ধ্যে ঘনায়।
সেই হাত ছেড়ে সাইকেলের ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
সারাদিন ছুটে মরা,
মিনি-বাসটায়,
কাঁধে মুখ রেখো আবার।
বেঁচে থাকা দিয়ে মাখা,
দই-ফুচকায়,
চেখে সুখ দেখো আবার।
সেই হারানো চড়ুইয়ের ডাক,
বলে যে গেছে সেই চলে যাক
নিজেকে ভালবাসো তুমি এবার।
Subscribe to:
Posts (Atom)
-
Bangladeshi New Hot Model Jacqueline Mithila . Some Hot Expression Picture Collection.