Monday, August 19, 2013

Ei Prithibir Pore

শিরোনামঃ এই পৃথিবীর পরে
কথাঃ মুস্তাফিজুর রহমান
সুরঃ সত্য সাহা
কন্ঠঃ সাবিনা ইয়াসমিন
মুভিঃ আলোর মিছিল
——————————–
এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে।
সে কথা কি কোনোদিন
কখনো কারো মনে পড়ে(২)
তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়,
ভাবিনা তো কেউ তারে
চায় কি না চায়(২)
ফুলের প্রাণে, পাখির গানে,
কত না কথা রয় অগোচরে।
এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে।
সে কথা কি কোনোদিন
কখনো কারো মনে পড়ে
সারা নিশি জ্বলে কত
দীপ নিভে যায়,
নিজেরে পোড়ায় ধূপ
গন্ধ বিলায়(২)
দীপের কথা, ধূপের ব্যথা
দীপের কথা, ধূপের ব্যথা
স্মরণ করো কোনো অবসরে।
এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে।
সে কথা কি কোনোদিন
কখনো কারো মনে পড়ে……

No comments:

Post a Comment